jugantor
ফখরুল কারাগারে, জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

  ঢাকা, ৭ জানুয়ারি  

০৭ জানুয়ারি ২০১৫, ১৬:২০:৩৪  | 

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রিমাণ্ড আবেদন ও জামিন নামঞ্জুর করে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার বিকেলে ঢাকা মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়ার আদালত বায়তুল মোকাররম মসজিদের সামনে গাড়ি পোড়ানো ও হত্যা চেষ্টার মামলায় ফখরুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম আদালতে ১০ দিনের রিমাণ্ড আবেদন জানান। আদালত রিমাণ্ড আবেদন নাকচ করে ১০ দিনের মধ্যে ফখরুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। এ সময় মির্জা ফখরুলের আইনজীবীরা তার জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে দেন।

মামলা সূত্র জানা যায়, গত ৪ জানুয়ারি পল্টন এলাকায় পুলিশের কাজে বাধা, গাড়ি ভাংচুর ও পুলিশকে হত্যা করার উদ্দেশ্যে বিএনপি কর্মীরা হামলা চালায়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ফখরুলসহ ২৯ জনকে আসামি করে পল্টন থানায় একটি মামলা দায়ের করে।

বিকেল চারটায় মির্জা ফখরুলকে আদালতে নেয়া হলে রিমান্ডের আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। মির্জা ফখরুলকে বেলা তিনটায় ডিবি কার্যালয় থেকে সিএমএম আদালতে নেওয়া হয়।
 
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ফখরুলকে গ্রেফতার করা হয়।
সাবমিট

ফখরুল কারাগারে, জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

 ঢাকা, ৭ জানুয়ারি  
০৭ জানুয়ারি ২০১৫, ০৪:২০ পিএম  | 

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রিমাণ্ড আবেদন ও জামিন নামঞ্জুর করে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার বিকেলে ঢাকা মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়ার আদালত বায়তুল মোকাররম মসজিদের সামনে গাড়ি পোড়ানো ও হত্যা চেষ্টার মামলায় ফখরুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম আদালতে ১০ দিনের রিমাণ্ড আবেদন জানান। আদালত রিমাণ্ড আবেদন নাকচ করে ১০ দিনের মধ্যে ফখরুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। এ সময় মির্জা ফখরুলের আইনজীবীরা তার জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে দেন।

মামলা সূত্র জানা যায়, গত ৪ জানুয়ারি পল্টন এলাকায় পুলিশের কাজে বাধা, গাড়ি ভাংচুর ও পুলিশকে হত্যা করার উদ্দেশ্যে বিএনপি কর্মীরা হামলা চালায়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ফখরুলসহ ২৯ জনকে আসামি করে পল্টন থানায় একটি মামলা দায়ের করে।

বিকেল চারটায় মির্জা ফখরুলকে আদালতে নেয়া হলে রিমান্ডের আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। মির্জা ফখরুলকে বেলা তিনটায় ডিবি কার্যালয় থেকে সিএমএম আদালতে নেওয়া হয়।
 
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ফখরুলকে গ্রেফতার করা হয়।

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র