jugantor
বাংলাদেশ ফ্রাঞ্চাইজি ফুটবল লীগের চেয়ারম্যান ম্যারাডোনা!

  অনলাইন ডেস্ক ১৬ জানুয়ারি :  

১৬ জানুয়ারি ২০১৫, ১৮:৪০:১৩  | 

 বাংলাদেশ ফ্রাঞ্চাইজি ফুটবল লিগের চেয়ারম্যান হতে রাজি হয়েছেন আর্জেন্টাইন 'ফুটবল ইশ্বর' ডিয়েগো ম্যারাডোনা।

শুক্রবার সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপের ইক্সিকিউটিভ ডিরেক্টর ভাস্কর গোস্বামী গণমাধ্যমকে এ তথ্য জানান।
কিছুদিন আগে বাফুফেকে ভারতের ইন্ডিয়ান সুপার লিগের আদলে একটি ফ্রাঞ্চাইজি ভিত্তিক লিগ আয়োজনের প্রস্তাব দিয়েছিল ভারতীয় প্রতিষ্ঠান সেলিব্রিটি ম্যানেজমেন্ট গ্রুপ। তারা বলেছিল, যদি লিগটি আয়োজন করা সম্ভব হয়, তাহলে দিয়েগো ম্যারাডোনাই হবেন এই আসরের চেয়ারম্যান।
লিগ আয়োজনে জানানো হয়, মোট আটটি দল এতে অংশ নেবে। সাতটি বিভাগের সঙ্গে যুক্ত হবে ময়মনসিংহ জেলা। শুধু ম্যারাডোনার নেতৃত্বে লিগ আয়োজনই নয়, ইউরোপ এবং লাতিন আমেরিকার নামি-দামি ক্লাবগুলোও যুক্ত থাকবে বাংলাদেশের ফ্রাঞ্চাইজি ভিত্তিক লীগে। বিশ্বমানের কোচ এবং খেলোয়াড়রাও থাকবে।
অবশ্য বাফুফে এ বিষয়ে তখন তেমন একটা সাড়া দেয়নি। প্রস্তাব পাওয়ার পর বাফুফে সভাপতি জানিয়েছিলেন, এতো বড় আয়োজনে যাওয়ার আগে তারা ঘরোয়া লীগ শক্তিশালী করতে চান।
 
 
সাবমিট

বাংলাদেশ ফ্রাঞ্চাইজি ফুটবল লীগের চেয়ারম্যান ম্যারাডোনা!

 অনলাইন ডেস্ক ১৬ জানুয়ারি : 
১৬ জানুয়ারি ২০১৫, ০৬:৪০ পিএম  | 

 বাংলাদেশ ফ্রাঞ্চাইজি ফুটবল লিগের চেয়ারম্যান হতে রাজি হয়েছেন আর্জেন্টাইন 'ফুটবল ইশ্বর' ডিয়েগো ম্যারাডোনা।

শুক্রবার সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপের ইক্সিকিউটিভ ডিরেক্টর ভাস্কর গোস্বামী গণমাধ্যমকে এ তথ্য জানান।
কিছুদিন আগে বাফুফেকে ভারতের ইন্ডিয়ান সুপার লিগের আদলে একটি ফ্রাঞ্চাইজি ভিত্তিক লিগ আয়োজনের প্রস্তাব দিয়েছিল ভারতীয় প্রতিষ্ঠান সেলিব্রিটি ম্যানেজমেন্ট গ্রুপ। তারা বলেছিল, যদি লিগটি আয়োজন করা সম্ভব হয়, তাহলে দিয়েগো ম্যারাডোনাই হবেন এই আসরের চেয়ারম্যান।
লিগ আয়োজনে জানানো হয়, মোট আটটি দল এতে অংশ নেবে। সাতটি বিভাগের সঙ্গে যুক্ত হবে ময়মনসিংহ জেলা। শুধু ম্যারাডোনার নেতৃত্বে লিগ আয়োজনই নয়, ইউরোপ এবং লাতিন আমেরিকার নামি-দামি ক্লাবগুলোও যুক্ত থাকবে বাংলাদেশের ফ্রাঞ্চাইজি ভিত্তিক লীগে। বিশ্বমানের কোচ এবং খেলোয়াড়রাও থাকবে।
অবশ্য বাফুফে এ বিষয়ে তখন তেমন একটা সাড়া দেয়নি। প্রস্তাব পাওয়ার পর বাফুফে সভাপতি জানিয়েছিলেন, এতো বড় আয়োজনে যাওয়ার আগে তারা ঘরোয়া লীগ শক্তিশালী করতে চান।
 
 

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র