jugantor
পেট্রল বোমায় মানুষ হত্যায় জামায়াতের নিন্দা

  ঢাকা ৩ ফেব্রুয়ারি :  

০৩ ফেব্রুয়ারি ২০১৫, ১৭:১২:০৬  | 

কুমিল্লার চৌদ্দগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পেট্রল বোমা নিক্ষেপ করে মানুষ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত।

মঙ্গলবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান এ কথা বলেন।
বিবৃতিতে তিনি বলেন, সরকার রাজনৈতিক আন্দোলনকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার অবিরত ঘোষণা দিচ্ছে। রাজনৈতিক আন্দোলনকে সন্ত্রাসী, জঙ্গিবাদ হিসেবে আখ্যায়িত করার জন্যই সরকারের মদদে দেশের বিভিন্ন স্থানে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটছে।
তিনি বলেন, পুলিশ, র‌্যাব, বিজিবির কড়া প্রহরার মধ্যে কি করে এ ধরণের ঘটনা সংঘটিত হয় তা এক বিরাট রহস্য। এর জবাব সরকারকে দিতে হবে। শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষের উপর দোষ চাপিয়ে পার পাওয়া যাবে না।
তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দুস্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের আহ্বান জানান। তবে তদন্ত অবশ্যই নিরপেক্ষ হতে হবে জানিয়ে তিনি বলেন, প্রতিপক্ষকে দোষারোপ, দমন-পীড়নের হিংসাত্মক প্রবণতা থেকে বেরিয়ে এসে সত্যিকার দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার নিরপেক্ষ পদক্ষেপ গ্রহণ করলেই কেবল সৃষ্ট নৈরাজ্য থেকে বেরিয়ে আসা সম্ভব।
জামায়াত সেক্রেটারি কুমিল্লার চৌদ্দগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় পেট্রোল বোমায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা  করেন। একইসাথে নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সাবমিট

পেট্রল বোমায় মানুষ হত্যায় জামায়াতের নিন্দা

 ঢাকা ৩ ফেব্রুয়ারি :  
০৩ ফেব্রুয়ারি ২০১৫, ০৫:১২ পিএম  | 

কুমিল্লার চৌদ্দগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পেট্রল বোমা নিক্ষেপ করে মানুষ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত।

মঙ্গলবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান এ কথা বলেন।
বিবৃতিতে তিনি বলেন, সরকার রাজনৈতিক আন্দোলনকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার অবিরত ঘোষণা দিচ্ছে। রাজনৈতিক আন্দোলনকে সন্ত্রাসী, জঙ্গিবাদ হিসেবে আখ্যায়িত করার জন্যই সরকারের মদদে দেশের বিভিন্ন স্থানে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটছে।
তিনি বলেন, পুলিশ, র‌্যাব, বিজিবির কড়া প্রহরার মধ্যে কি করে এ ধরণের ঘটনা সংঘটিত হয় তা এক বিরাট রহস্য। এর জবাব সরকারকে দিতে হবে। শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষের উপর দোষ চাপিয়ে পার পাওয়া যাবে না।
তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দুস্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের আহ্বান জানান। তবে তদন্ত অবশ্যই নিরপেক্ষ হতে হবে জানিয়ে তিনি বলেন, প্রতিপক্ষকে দোষারোপ, দমন-পীড়নের হিংসাত্মক প্রবণতা থেকে বেরিয়ে এসে সত্যিকার দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার নিরপেক্ষ পদক্ষেপ গ্রহণ করলেই কেবল সৃষ্ট নৈরাজ্য থেকে বেরিয়ে আসা সম্ভব।
জামায়াত সেক্রেটারি কুমিল্লার চৌদ্দগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় পেট্রোল বোমায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা  করেন। একইসাথে নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র