লক্ষ্মীপুরে যুবদল নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার
লক্ষ্মীপুর প্রতিনিধি, ১৯ ফেব্রুয়ারি | প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৫
লক্ষ্মীপুর সদর উপজেলায় এক যুবদল নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় নেয়ামতপুর দোলাকান্দি এলাকার একটি খাল থেকে রাদাপুর গ্রামের হাবিব উল্যার ছেলে বাবলুর লাশ উদ্ধার করা হয়। তিনি সদর উপজেলার ভাঙ্গাখাঁ ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজি আনোয়ার হোসেন কাজল বলেন, 'বুধবার বিকেলে বাবলু বাড়ি থেকে বের হয়। এর পর অনেক রাত পর্যন্ত বাড়ি না ফেরায় তাকে খুঁজতে বের হন স্বজনরা। অনেক খোঁজাখুঁজি পরও বুধবার রাতে তাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে নেয়ামতপুর দোলাকান্দির একটি খালে তার লাশ পাওয়া যায়।
লক্ষ্মীপুর সদর থানার ওসি ইকবাল হোসেন জানান, বাবলুর পরিবার লাশ শনাক্ত করার পর উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।