১ মার্চ পর্যন্ত হজ্ব রেজিস্ট্রেশন করা যাবে
ঢাকা ১৯ ফেব্রুয়ারি : | প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৫
আগামী ১ মার্চ পর্যন্ত শুধু মোয়াল্লেম ফিসহ অন্যান্য ফি বাবদ ২৮ হাজার ৭৪ টাকা দিয়েই চলতি বছরের হজযাত্রীদের রেজিস্ট্রেশন করতে পারবে বেসরকারি হজ অ্যাজেন্সিগুলো।
বৃহস্পতিবার থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি হাবসহ সংশ্লিষ্টদের কাছে পাঠিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
হজ অ্যাজেন্সিস অ্যাসোসিয়েসন অব বাংলাদেশ (হাব)-এর দাবির মুখে সর্বশেষ হজের রেজিস্ট্রেশন পদ্ধতি দ্বিতীয় দফায় পুন:নির্ধারণ করলো ধর্ম মন্ত্রণালয়।
একই সাথে টাকা দেয়ার সময়ে রেজিস্ট্রেশনের সর্বশেষ সময়ও বৃদ্ধি করে আগামী ১ মার্চ করা হয়েছে।
এর আগে প্রথম দফায় পুন:নির্ধারিত সময় অনুযায়ী বিমান ভাড়ার আংশিক ও মোয়াল্লেম ফিসহ ৪৮ হাজার ৩৩১ টাকা দিয়ে ২৬ ফেব্রুয়ারির মধ্যে চলতি বছরের হজের রেজিস্ট্রেশন সম্পন্ন করার নির্দেশনা জারি করা হয়েছিল।
উল্লেখ্য, চলতি বছর সরকারি ও বেসরকারি হজযাত্রীদের জন্য ঘোষিত পৃথক দুটি হজ প্যাকেজমূল্য যথাক্রমে তিন লাখ ৫৪ হাজার ৭৪৫ টাকা ও দুই লাখ ৯৬ হাজার ২০৬ টাকা।
এ বছর বাংলাদেশ থেকে সর্বমোট এক লাখ এক হাজার ৭৫৮ জন হজে যেতে পারবেন। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন যেতে পারবেন।
এবছর চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ সেপ্টেম্বর পবিত্র হজ অনুষ্ঠিত হবে।