jugantor
মান্নার মুখোশ উন্মেচিত হয়েছে: হানিফ

  কুষ্টিয়া, ২৫ ফেব্রুয়ারি:  

২৫ ফেব্রুয়ারি ২০১৫, ১৮:০৫:১৮  | 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, নাগরিক ঐক্য ও সুশীল সমাজের নামে মাহমুদুর রহমান মান্না এতদিন ভদ্রতার মুখোশ পড়ে ষড়যন্ত্র করেছে। তার মুখোশ উন্মেচিত হয়েছে। বিএনপিকে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার যে তিনি ইন্ধন দাতা তা প্রমাণ হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১২টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, সংলাপের নামে বিএনপি-জামায়াতের অপকৌশল আড়াল ও  হরতাল পেছানোর জন্য মাহমুদুর রহমানের মত সুশীল সমাজের যে ইন্ধন আছে তা প্রমাণিত হয়েছে। তিনি সরকারকে ক্ষমতাচ্যুত করার যে ষড়যন্ত্র করেছিলেন সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা জারির ব্যাপারে আওয়ামী লীগের এ নেতা বলেন, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার আনীত অভিযোগের সত্যতার ভিত্তিতে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুনীর্তি মামলা করেছিল। সেই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বুধবার খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তিনি আরো বলেন, খালেদা জিয়া নিজেও জানতেন তিনি একজন অপরাধী।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান প্রমুখ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সাবমিট

মান্নার মুখোশ উন্মেচিত হয়েছে: হানিফ

 কুষ্টিয়া, ২৫ ফেব্রুয়ারি: 
২৫ ফেব্রুয়ারি ২০১৫, ০৬:০৫ পিএম  | 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, নাগরিক ঐক্য ও সুশীল সমাজের নামে মাহমুদুর রহমান মান্না এতদিন ভদ্রতার মুখোশ পড়ে ষড়যন্ত্র করেছে। তার মুখোশ উন্মেচিত হয়েছে। বিএনপিকে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার যে তিনি ইন্ধন দাতা তা প্রমাণ হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১২টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, সংলাপের নামে বিএনপি-জামায়াতের অপকৌশল আড়াল ও  হরতাল পেছানোর জন্য মাহমুদুর রহমানের মত সুশীল সমাজের যে ইন্ধন আছে তা প্রমাণিত হয়েছে। তিনি সরকারকে ক্ষমতাচ্যুত করার যে ষড়যন্ত্র করেছিলেন সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা জারির ব্যাপারে আওয়ামী লীগের এ নেতা বলেন, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার আনীত অভিযোগের সত্যতার ভিত্তিতে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুনীর্তি মামলা করেছিল। সেই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বুধবার খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তিনি আরো বলেন, খালেদা জিয়া নিজেও জানতেন তিনি একজন অপরাধী।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান প্রমুখ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র