ইটিভি চেয়ারম্যানের জামিন বহাল
ঢাকা, ২৬ ফেব্রুয়ারি: | প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০১৫
পর্নোগ্রাফির অভিযোগে দায়ের করা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভির (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালামকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্জ এ আদেশ দেন।
আদালতে সালামের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজ্ঞ ব্যারিস্টার রফিক উল হক। সরকারপক্ষে ছিলেন এটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।
এর আগে পর্নোগ্রাফির এই মামলায় হাইকোর্ট থেকে জামিন নেন সালাম। সেই জামিন স্থগিত করতে আপিল করেন রাষ্ট্রপক্ষ। আজ শুনানি শেষে আপিল নিষ্পত্তি করে সালামের জামিন বহাল রাখেন আপিল বিভাগ।
উল্লেখ্য, ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা পর্নোগ্রাফির অ্যাক্টের একটি মামলায় ৫ জানুয়ারি রাতে ইটিভি কার্যালয়ের সামনে থেকে আব্দুস সালামকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।