অভিজিৎ হত্যা: চলতি সপ্তাহে আসতে পারে এফবিআই
ঢাকা, ৩ মার্চ: | প্রকাশ : ০৩ মার্চ ২০১৫
ডিএমপির মুখপাত্র এবং মহানগর পুলিশের যুগ্ম-কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম বলেছেন, ব্লগার অভিজিৎ রায় হত্যার তদন্তের জন্য চলতি সপ্তাহে বাংলাদেশে আসতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।
মঙ্গলবার দুপুরে ডিবি কার্যালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ওই ঘটনায় গ্রেফতার দেখানো শাফিউর রহমান ফারাবী প্রাথমিক জিঙ্গাসাবাদে অভিজিৎ রায়কে হত্যার হুমকি দেয়ার বিষয়টি স্বীকার করেছে। তাকে রিমান্ডে নিয়ে ব্যাপক জিঙ্গাসাবাদ করলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে একুশের বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অভিজিৎ ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান অভিজিৎ। এ ঘটনায় পরদিন অভিজিতের বাবা শাহবাগ থানায় মামলা দায়ের করেন।