বগুড়ার সদর উপজেলা চেয়ারম্যান গ্রেফতার
বগুড়া ব্যুরো, ৩ মার্চ: | প্রকাশ : ০৩ মার্চ ২০১৫
বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনাকে গ্রেফতার করেছে বগুড়ায় যৌথবাহিনী। মঙ্গলবার বিকালে শহরে সুত্রাপুর রিয়াজ কাজী লেনের বাসায় অভিযান চালিয়ে বগুড়ায় যৌথবাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করেন। হেনা একটি ট্রাকে পেট্রলবোমা হামলা মামলার প্রধান আসামী।
সিনিয়র সহকারি পুলিশ সুপার (এ-সার্কেল) নাজির আহমেদ খান জানান, গত ২০ জানুয়ারি শহরতলির মাটিডালি এলাকায় একটি ট্রাকে পেট্রলবোমা মেরে পুড়িয়ে দেয়া হয়। এ মামলায় সদর উপজেলা চেয়ারম্যান হেনা প্রধান আসামী। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে বিজিবি, র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী শহরের সুত্রাপুর রিয়াজ কাজী লেনের বাসায় অভিযান চালান। বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
সদর থানার ওসি (তদন্ত) নুর-এ-আলম সিদ্দিকী জানান, হেনার বিরুদ্ধে হরতাল-অবরোধে নাশকতাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। একটি মামলায় তিনি গ্রেফতার হয়েছেন। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।