jugantor
বড় সংগ্রহের পথে নিউজিল্যান্ড
মার্টিন গাপটিলের ডাবল সেঞ্চুরি

  অনলাইন ডেস্ক, ২১ মার্চ:  

২১ মার্চ ২০১৫, ০৮:৪৪:২৮  | 

বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মার্টিন গাপটিলের ডাবল সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে নিউজিল্যান্ড। ৪৭.৩ ওভার শেষে ব্ল্যাক ক্যাপদের সংগ্রহ ৫ উইকেটে ৩৫৩ রান। মার্টিন গাপটিল ২১৩ ও লুক রনচি শুন্য রানে ব্যাট করছেন। মার্টিন গাপটিল প্রথম শতক করেন ১১১ বলে এবং পরের শতক তুলে নেন মাত্র ৪১ বলে।
 
মার্টিন গাপটিলের সঙ্গে ১৪২ রানের জুটি গড়ে রান আউট হয়ে ফিরে গেছেন রস টেইলর। মার্টিন গাপটিল ১১১ বলে শতক আদায় করেন। আর ব্যক্তিগত ৪২ রানে মাঠ ছাড়েন টেইলর। এরপর ৪৬.৩ ওভারে টেইলরের বলে লেগবিফোরের ফাঁদে পড়ে ব্যক্তিগত ২৭ রানে গ্র্যান্ট ইলিয়ট ফিরে যান। ৪৪তম ওভারে কুরি আন্ডারসনকে ব্যক্তিগত ১৫ রানে দ্রুত বিদায় করেন আন্দ্রে রাসেল।

এর আগে গাপটিলের সঙ্গে ৬২ রানের জুটি গড়ে ফিরে যান কেন উইলিয়সামসন। উইলিয়ামসন ৩৩ রানে আ্উট হন।

পঞ্চম ওভারে আঘাত হানেন জেরোম টেইলর। তার বলে উড়িয়ে মারতে গিয়ে অধিনায়ক জ্যাসন হোল্ডারের অসাধারণ ক্যাচে পরিণত হন ব্রেন্ডন ম্যাককালাম।
 
ষোড়শ ওভারে কেন উইলিয়ামসনকে ফিরিয়ে দেন আন্দ্রে রাসেল। তার বলে ক্রিস গেইলের হাতে ধরা পড়েন উইলিয়ামন।
 
শনিবার ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় নিউ জিল্যান্ড।
 
নিউ জিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের জয়ী দল মঙ্গলবার অকল্যান্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমি-ফাইনালে খেলবে।
 

সাবমিট

বড় সংগ্রহের পথে নিউজিল্যান্ড

মার্টিন গাপটিলের ডাবল সেঞ্চুরি
 অনলাইন ডেস্ক, ২১ মার্চ: 
২১ মার্চ ২০১৫, ০৮:৪৪ এএম  | 

বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মার্টিন গাপটিলের ডাবল সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে নিউজিল্যান্ড। ৪৭.৩ ওভার শেষে ব্ল্যাক ক্যাপদের সংগ্রহ ৫ উইকেটে ৩৫৩ রান। মার্টিন গাপটিল ২১৩ ও লুক রনচি শুন্য রানে ব্যাট করছেন। মার্টিন গাপটিল প্রথম শতক করেন ১১১ বলে এবং পরের শতক তুলে নেন মাত্র ৪১ বলে।
 
মার্টিন গাপটিলের সঙ্গে ১৪২ রানের জুটি গড়ে রান আউট হয়ে ফিরে গেছেন রস টেইলর। মার্টিন গাপটিল ১১১ বলে শতক আদায় করেন। আর ব্যক্তিগত ৪২ রানে মাঠ ছাড়েন টেইলর। এরপর ৪৬.৩ ওভারে টেইলরের বলে লেগবিফোরের ফাঁদে পড়ে ব্যক্তিগত ২৭ রানে গ্র্যান্ট ইলিয়ট ফিরে যান। ৪৪তম ওভারে কুরি আন্ডারসনকে ব্যক্তিগত ১৫ রানে দ্রুত বিদায় করেন আন্দ্রে রাসেল।

এর আগে গাপটিলের সঙ্গে ৬২ রানের জুটি গড়ে ফিরে যান কেন উইলিয়সামসন। উইলিয়ামসন ৩৩ রানে আ্উট হন।

পঞ্চম ওভারে আঘাত হানেন জেরোম টেইলর। তার বলে উড়িয়ে মারতে গিয়ে অধিনায়ক জ্যাসন হোল্ডারের অসাধারণ ক্যাচে পরিণত হন ব্রেন্ডন ম্যাককালাম।
 
ষোড়শ ওভারে কেন উইলিয়ামসনকে ফিরিয়ে দেন আন্দ্রে রাসেল। তার বলে ক্রিস গেইলের হাতে ধরা পড়েন উইলিয়ামন।
 
শনিবার ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় নিউ জিল্যান্ড।
 
নিউ জিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের জয়ী দল মঙ্গলবার অকল্যান্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমি-ফাইনালে খেলবে।
 

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র