jugantor
দু:খ ভুলে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় মাশরাফির

  ঢাকা, ২২ মার্চ:  

২২ মার্চ ২০১৫, ২২:৪৩:৪৬  | 

সেমিফাইনালে ওঠতে না পারার দু:খ ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা। বিশ্বকাপ মিশন শেষে রোববার শাহজালাল বিমান বন্দরে পৌঁছে ভালবাসায় সিক্ত মাশরাফি বলেন, আম্প্যায়ারিং ঠিক থাকলে ভারতকে আমরা হারাতে পারতাম।
বাংলাদেশিদের ভালবাসা আর অভ্যর্থনা পেয়ে অভিভূত বাংলাদেশ অধিনায়ক, সত্যি অন্যরকম লাগছে। মানুষের এ ভালোবাসা খুব অনুভব করি। মানুষের ভালোবাসায় আজ বাংলাদেশের ক্রিকেট অন্য পর্যায়ে গিয়েছে। আমরা যা করেছি মানুষের জন্যই করেছি।
ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ঐ ম্যাচে অন্তত তিনটা বাজে সিদ্ধান্তের স্বীকার হতে হয় বাংলাদেশকে। এ নিয়ে সারা দেশ উত্তাল হয়ে ওঠে। এ নিয়ে দারুণ ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। ভুল আম্পায়ারিংয়ে তীব্র প্রতিক্রিয়া জানান আইসিসি প্রেসিডেন্ট মুস্তফা কামাল। রোববার ভারতীয় এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে ঐ ম্যাচে তিনটা নয়, আম্পায়্যার এক ডজন বাজে সিদ্ধান্ত দিয়েছে বলে দাবী করেন মুস্তফা কামাল।
অন্যসব বাংলাদেশীর মতো অধিনায়ক মাশরাফির মনেও বারবার আঘাত করছে ঐ ম্যাচের আম্পায়ারিং। সেমিফাইনালে ওঠতে না পারার দু:খ ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশ অধিনায়ক বলেন, সামনে অনেক সিরিজ বাংলাদেশের সামনে। সেদিকেই চোখ দিতে চাই। তিনি বলেন, আমাদের এখন সামনে এগুতে হবে। সিরিজ জিততে চাই। আর একটা কথা বিশ্বাস করি, বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবেই।
বিশ্বকাপে তরুণ সৌম্য সরকার ও সাব্বিরের  প্রশংসা করে মাশরাফি বলেন,  তারা আগামী দিনে বড় তারকা হবে বলে আমার বিশ্বাস। হ্যাঁ, তারা বড় ইনিংস খেলতে পারেনি। তবে প্রায় প্রতিটা ম্যাচেই তাদের ব্যাটিং ছিল ইতিবাচক। মাশরাফি প্রশংসা করেন ব্যাট হাতে দারুণ করা মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমেরও। টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেন রিয়াদ।

সাবমিট

দু:খ ভুলে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় মাশরাফির

 ঢাকা, ২২ মার্চ: 
২২ মার্চ ২০১৫, ১০:৪৩ পিএম  | 

সেমিফাইনালে ওঠতে না পারার দু:খ ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা। বিশ্বকাপ মিশন শেষে রোববার শাহজালাল বিমান বন্দরে পৌঁছে ভালবাসায় সিক্ত মাশরাফি বলেন, আম্প্যায়ারিং ঠিক থাকলে ভারতকে আমরা হারাতে পারতাম।
বাংলাদেশিদের ভালবাসা আর অভ্যর্থনা পেয়ে অভিভূত বাংলাদেশ অধিনায়ক, সত্যি অন্যরকম লাগছে। মানুষের এ ভালোবাসা খুব অনুভব করি। মানুষের ভালোবাসায় আজ বাংলাদেশের ক্রিকেট অন্য পর্যায়ে গিয়েছে। আমরা যা করেছি মানুষের জন্যই করেছি।
ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ঐ ম্যাচে অন্তত তিনটা বাজে সিদ্ধান্তের স্বীকার হতে হয় বাংলাদেশকে। এ নিয়ে সারা দেশ উত্তাল হয়ে ওঠে। এ নিয়ে দারুণ ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। ভুল আম্পায়ারিংয়ে তীব্র প্রতিক্রিয়া জানান আইসিসি প্রেসিডেন্ট মুস্তফা কামাল। রোববার ভারতীয় এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে ঐ ম্যাচে তিনটা নয়, আম্পায়্যার এক ডজন বাজে সিদ্ধান্ত দিয়েছে বলে দাবী করেন মুস্তফা কামাল।
অন্যসব বাংলাদেশীর মতো অধিনায়ক মাশরাফির মনেও বারবার আঘাত করছে ঐ ম্যাচের আম্পায়ারিং। সেমিফাইনালে ওঠতে না পারার দু:খ ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশ অধিনায়ক বলেন, সামনে অনেক সিরিজ বাংলাদেশের সামনে। সেদিকেই চোখ দিতে চাই। তিনি বলেন, আমাদের এখন সামনে এগুতে হবে। সিরিজ জিততে চাই। আর একটা কথা বিশ্বাস করি, বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবেই।
বিশ্বকাপে তরুণ সৌম্য সরকার ও সাব্বিরের  প্রশংসা করে মাশরাফি বলেন,  তারা আগামী দিনে বড় তারকা হবে বলে আমার বিশ্বাস। হ্যাঁ, তারা বড় ইনিংস খেলতে পারেনি। তবে প্রায় প্রতিটা ম্যাচেই তাদের ব্যাটিং ছিল ইতিবাচক। মাশরাফি প্রশংসা করেন ব্যাট হাতে দারুণ করা মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমেরও। টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেন রিয়াদ।

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র