jugantor
রায়ের কপিতে স্বাক্ষর হয়নি: আজ ফাঁসির সম্ভাবনা নেই

  ঢাকা ৬ এপ্রিল :  

০৬ এপ্রিল ২০১৫, ১৯:২১:৫৩  | 

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি আজ সোমবার রাতে কার্যকর হওয়ার সম্ভাবনা নেই।

রিভিউ রায়ে প্রধান বিচারপতিসহ আপীল বিভাগের বিচারকরা স্বাক্ষর না করায় আদালতের আদেশ ট্রাইব্যুনালে পৌঁছানো সম্ভব হয়নি। সন্ধ্যায় সিনিয়র জেল সুপার ফরমান আলী সাংবাদিকদের জানান, রায়ের কপি হাতে না পাওয়ায় আজ ফাঁসি কার্যকর হচ্ছে না।

এব্যাপারে সুপ্রীম কোর্টের রেজিস্টার আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, রিভিউ রায়ে আগামীকাল মঙ্গলবার বিচারকদের স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।বিচারপতিদের স্বাক্ষরের পর রিভিউ রায় ট্রাইব্যুনালে পাঠানো হবে।
এরপর আদেশটি কেন্দ্রীয় কারাগারে পৌছলেই রায় কার্যকরের প্রক্রিয়া শুরু হবে।
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না, সেটি জানার জন্যই কারা কর্তৃপক্ষ অপেক্ষা করছে। এজন্য কামারুজ্জামানের পরিবারের সদস্যদের খবর দিয়ে সাক্ষাৎ করতে বলা হয়েছে। কামারুজ্জামান যদি প্রাণভিক্ষা না চান, তাহলে রিভিউ রায়ের কপি কারাগারে পৌছলেই ফাঁসি কার্যকর করা হতে পারে।
জানা গেছে, ফাঁসি কার্যকরের সকল প্রস্তুতি গ্রহণ করেছে কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। ফাঁসির জন্য জল্লাদও ঠিক করা হয়েছে।জল্লাদ শাজাহান মিয়া ফাঁসি কার্যকর করবেন।
সোমবার দুপুরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে আইজি প্রিজন সাক্ষাত করেন।এরপর ফাঁসির জন্য যাবতীয় প্রক্রিয়া হাতে নেয় কারা কর্তৃপক্ষ।
বিকাল সাড়ে ৩টার দিকে একটি সাদা মাইক্রোবাসে করে কফিন, শামিয়ানা ও সাদা কাপড় কারাগারের ভেতরে নেয়া হয়। একইসাথে ফাঁসির মঞ্চ প্রস্তুতের জন্য কারাগারের ভেতরে বাঁশসহ বিভিন্ন সরঞ্জাম নেওয়া হয়েছে।  
এব্যাপারে দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, রিভিউ রায়ের কপি ট্রাইব্যুনালে পৌঁছার পরই ফাসির রায় কার্যকর করা হবে।
ফাঁসির দণ্ডাদেশের বিপরীতে কামারুজ্জামানের রিভিউ আবেদন সোমবার খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
 
 
সাবমিট

রায়ের কপিতে স্বাক্ষর হয়নি: আজ ফাঁসির সম্ভাবনা নেই

 ঢাকা ৬ এপ্রিল : 
০৬ এপ্রিল ২০১৫, ০৭:২১ পিএম  | 

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি আজ সোমবার রাতে কার্যকর হওয়ার সম্ভাবনা নেই।

রিভিউ রায়ে প্রধান বিচারপতিসহ আপীল বিভাগের বিচারকরা স্বাক্ষর না করায় আদালতের আদেশ ট্রাইব্যুনালে পৌঁছানো সম্ভব হয়নি। সন্ধ্যায় সিনিয়র জেল সুপার ফরমান আলী সাংবাদিকদের জানান, রায়ের কপি হাতে না পাওয়ায় আজ ফাঁসি কার্যকর হচ্ছে না।

এব্যাপারে সুপ্রীম কোর্টের রেজিস্টার আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, রিভিউ রায়ে আগামীকাল মঙ্গলবার বিচারকদের স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।বিচারপতিদের স্বাক্ষরের পর রিভিউ রায় ট্রাইব্যুনালে পাঠানো হবে।
এরপর আদেশটি কেন্দ্রীয় কারাগারে পৌছলেই রায় কার্যকরের প্রক্রিয়া শুরু হবে।
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না, সেটি জানার জন্যই কারা কর্তৃপক্ষ অপেক্ষা করছে। এজন্য কামারুজ্জামানের পরিবারের সদস্যদের খবর দিয়ে সাক্ষাৎ করতে বলা হয়েছে। কামারুজ্জামান যদি প্রাণভিক্ষা না চান, তাহলে রিভিউ রায়ের কপি কারাগারে পৌছলেই ফাঁসি কার্যকর করা হতে পারে।
জানা গেছে, ফাঁসি কার্যকরের সকল প্রস্তুতি গ্রহণ করেছে কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। ফাঁসির জন্য জল্লাদও ঠিক করা হয়েছে।জল্লাদ শাজাহান মিয়া ফাঁসি কার্যকর করবেন।
সোমবার দুপুরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে আইজি প্রিজন সাক্ষাত করেন।এরপর ফাঁসির জন্য যাবতীয় প্রক্রিয়া হাতে নেয় কারা কর্তৃপক্ষ।
বিকাল সাড়ে ৩টার দিকে একটি সাদা মাইক্রোবাসে করে কফিন, শামিয়ানা ও সাদা কাপড় কারাগারের ভেতরে নেয়া হয়। একইসাথে ফাঁসির মঞ্চ প্রস্তুতের জন্য কারাগারের ভেতরে বাঁশসহ বিভিন্ন সরঞ্জাম নেওয়া হয়েছে।  
এব্যাপারে দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, রিভিউ রায়ের কপি ট্রাইব্যুনালে পৌঁছার পরই ফাসির রায় কার্যকর করা হবে।
ফাঁসির দণ্ডাদেশের বিপরীতে কামারুজ্জামানের রিভিউ আবেদন সোমবার খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
 
 

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র