jugantor
প্রশ্নবিদ্ধ নির্বাচনের প্রতিবাদে বুধবার সিপিবি-বাসদের বিক্ষোভ

  ঢাকা ৩ মে :  

০৩ মে ২০১৫, ১৬:২৬:১৭  | 

প্রশ্নবিদ্ধ সিটি করপোরেশন নির্বাচনের প্রতিবাদে ৬ মে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

বোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন  বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)‘র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ’র সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান।

বিবৃতিতে বক্তারা বলেন, ভোটাধিকারের মর্যাদা প্রতিষ্ঠা করতে জনগণকে সশস্ত্র মুক্তিযুদ্ধসহ সুদীর্ঘ সংগ্রাম করতে হয়েছে। কিন্তু স্বাধীনতার পরও ১৯৭৩ সালের নির্বাচনেও নানা ধরনের অনিয়ম হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, সদ্য সমাপ্ত ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম  এই তিন সিটি করপোরেশন নির্বাচনকে, বর্তমান সরকার তামাশায় পরিণত করেছে। ভোটাধিকার হরণ ও প্রহসনের নির্বাচনের প্রতিবাদে সিপিবি-বাসদ জনগণের আন্দোলন গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ।

নেতৃবৃন্দ জনগণের ভোটাধিকার হরণ ও প্রহসনের নির্বাচনের প্রতিবাদে আগামী ৬ মে বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সিপিবি-বাসদ-এর বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য ঢাকাবাসীর প্রতি আহ্বান জানান।
 
সাবমিট

প্রশ্নবিদ্ধ নির্বাচনের প্রতিবাদে বুধবার সিপিবি-বাসদের বিক্ষোভ

 ঢাকা ৩ মে :  
০৩ মে ২০১৫, ০৪:২৬ পিএম  | 

প্রশ্নবিদ্ধ সিটি করপোরেশন নির্বাচনের প্রতিবাদে ৬ মে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

বোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন  বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)‘র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ’র সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান।

বিবৃতিতে বক্তারা বলেন, ভোটাধিকারের মর্যাদা প্রতিষ্ঠা করতে জনগণকে সশস্ত্র মুক্তিযুদ্ধসহ সুদীর্ঘ সংগ্রাম করতে হয়েছে। কিন্তু স্বাধীনতার পরও ১৯৭৩ সালের নির্বাচনেও নানা ধরনের অনিয়ম হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, সদ্য সমাপ্ত ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম  এই তিন সিটি করপোরেশন নির্বাচনকে, বর্তমান সরকার তামাশায় পরিণত করেছে। ভোটাধিকার হরণ ও প্রহসনের নির্বাচনের প্রতিবাদে সিপিবি-বাসদ জনগণের আন্দোলন গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ।

নেতৃবৃন্দ জনগণের ভোটাধিকার হরণ ও প্রহসনের নির্বাচনের প্রতিবাদে আগামী ৬ মে বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সিপিবি-বাসদ-এর বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য ঢাকাবাসীর প্রতি আহ্বান জানান।
 

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র