jugantor
ফতুল্লায় সতীনকে কুপিয়ে হত্যা

  ফতুল্লা প্রতিনিধি, ৭ মে:  

০৭ মে ২০১৫, ১২:৫৯:০১  | 

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক বিরোধে আবদুল কাদির নামে এক ব্যক্তির দ্বিতীয় স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে তারই প্রথম স্ত্রী। নিহতের নাম লুৎফা বেগম (২৫)। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পুলিশ প্রথম স্ত্রী আকলিমাকে গ্রেফতার করেছে। তবে স্বামী পলাতক রয়েছে।

বুধবার রাত ২টায় ফতুল্লার ১নং বাবুরাইল তাতীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ফতুল্লা মডেল থানার এসআই নাহিদ আহমেদ যুগান্তরকে জানান, তাতীপাড়া এলাকার শুক্কুর মিয়ার বাড়িতে দ্বিতীয় স্ত্রী লুৎফা বেগমকে নিয়ে ভাড়া থাকত হোশিয়ারী শ্রমিক আব্দুল কাদির। বড় স্ত্রী আকলিমা থাকত পাশের এলাকা ভুইয়াপাড়া হুশাইনী নগরে। প্রথম স্ত্রী আকলিমার এক ছেলে এক মেয়ে রেখে দেড় বছর পূর্বে লুৎফা বেগমকে বিয়ে করেন কাদির।

এসআই নাহিদ আহমেদ আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকলিমা জানিয়েছেন তার স্বামী আব্দুল কাদিরের নির্দেশে বুধবার রাতে ভুইয়াপাড়া হুশাইনী নগর থেকে তাতীপাড়া  লুৎফার বাসায় বেড়াতে আসেন তিনি। পরে মোবাইলে স্বামীর সাথে পরিকল্পনা হয় লুৎফাকে হত্যা করার। সে মতে রাত ২টায় ধারালো ছুড়ি দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে লুৎফাকে কুপিয়ে হত্যা করে। এসময় আশপাশের লোকজন ছুটে এসে আকলিমাকে আটক করে পুলিশে দেয়। আব্দুল কাদির পলাতক রয়েছে।
 

সাবমিট

ফতুল্লায় সতীনকে কুপিয়ে হত্যা

 ফতুল্লা প্রতিনিধি, ৭ মে: 
০৭ মে ২০১৫, ১২:৫৯ পিএম  | 

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক বিরোধে আবদুল কাদির নামে এক ব্যক্তির দ্বিতীয় স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে তারই প্রথম স্ত্রী। নিহতের নাম লুৎফা বেগম (২৫)। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পুলিশ প্রথম স্ত্রী আকলিমাকে গ্রেফতার করেছে। তবে স্বামী পলাতক রয়েছে।

বুধবার রাত ২টায় ফতুল্লার ১নং বাবুরাইল তাতীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ফতুল্লা মডেল থানার এসআই নাহিদ আহমেদ যুগান্তরকে জানান, তাতীপাড়া এলাকার শুক্কুর মিয়ার বাড়িতে দ্বিতীয় স্ত্রী লুৎফা বেগমকে নিয়ে ভাড়া থাকত হোশিয়ারী শ্রমিক আব্দুল কাদির। বড় স্ত্রী আকলিমা থাকত পাশের এলাকা ভুইয়াপাড়া হুশাইনী নগরে। প্রথম স্ত্রী আকলিমার এক ছেলে এক মেয়ে রেখে দেড় বছর পূর্বে লুৎফা বেগমকে বিয়ে করেন কাদির।

এসআই নাহিদ আহমেদ আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকলিমা জানিয়েছেন তার স্বামী আব্দুল কাদিরের নির্দেশে বুধবার রাতে ভুইয়াপাড়া হুশাইনী নগর থেকে তাতীপাড়া  লুৎফার বাসায় বেড়াতে আসেন তিনি। পরে মোবাইলে স্বামীর সাথে পরিকল্পনা হয় লুৎফাকে হত্যা করার। সে মতে রাত ২টায় ধারালো ছুড়ি দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে লুৎফাকে কুপিয়ে হত্যা করে। এসময় আশপাশের লোকজন ছুটে এসে আকলিমাকে আটক করে পুলিশে দেয়। আব্দুল কাদির পলাতক রয়েছে।
 

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র