jugantor
এনআইডি তথ্য ভাণ্ডার পাচ্ছে মোবাইল কোম্পানি

  ঢাকা  

০৩ নভেম্বর ২০১৫, ২১:১১:০৫  | 

সিম নিবন্ধনে গ্রাহকদের তথ্যের সঠিকতা যাচাইয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্য ভাণ্ডার ব্যবহারে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি সাক্ষর করেছে ছয় মোবাইলফোন কোম্পানি।
মঙ্গলবার বিকালে আগারগাওস্থ ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে এ চুক্তি স্বাক্ষর হয়।
এ চুক্তির আওতায় মোবাইলফোন কোম্পানি টেলিটক, বাংলা লিংক, সিটিসেল, গ্রামীণ ফোন, রবি. এয়ারটেল গ্রাহকদের তথ্যের সঠিকতা যাচাইয়ের সুযোগ পাবে।
ভুয়া পরিচয়ে অথবা নিবন্ধন না করে সিম কিনে নানা অপরাধে ব্যবহারের অভিযোগ বাড়তে থাকায় সম্প্রতি গ্রাহকদের তথ্য যাচাই ও সিম পুনঃনিবন্ধনের উদ্যোগ নেয় সরকার।
এ ধারাবাহিকতায় মোবাইলফোন কোম্পানিগুলো জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের তথ্য ভান্ডারের সংরক্ষতি নাগরিকদের তথ্য যাচাইয়ের সুযোগ চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করে। ওই আবেদনের প্রেক্ষিতে তথ্য যাচাইয়ের সুযোগ পেলো মোবাইল কোম্পানিগুলো। এর মাধ্যমে ভোটারদের নাম, ঠিকানাসহ সীমিত তথ্য পাবে তারা।
সূত্র জানায়, ১৮ বছর ও তার বেশি বয়সী ৯ কোটি ৬২ লাখেরও বেশি ভোটারের তথ্য রয়েছে ইসির কাছে। যদিও নাগরিকদের হাতে সিম রয়েছে ১৩ কোটির মতো। এক্ষেত্রে একজন গ্রাহকের একাধিক সিমও রয়েছে।
তথ্য যাচাইয়ে নির্ধারিত চার্জ ও ফি দিতে হয় মোবাইল কোম্পানিগুলোকে। এক্ষেত্রে পাঁচ লাখ টাকা এককালীন চার্জ ছাড়াও প্রতিটি তথ্য যাচাইয়ে ইসিকে দিতে হবে দুই টাকা হারে। ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংক, এনবিআর, পাসপোর্ট অধিদপ্তর ছাড়াও বেসরকারি দুটি ব্যাংক এ পর্যন্ত অনলাইন ভেরিফিকেশন সার্ভিস নিয়েছে।
সম্প্রতি গ্রাহকদের তথ্য যাচাইয়ে নানান অনিয়ম ধরা পড়ে। একটি ‘ভুয়া’ জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ১৪ হাজার ১১৭টি সিম তোলা হয়েছে। আরও তিনটি এনআইডি পাওয়া গেছে, যেগুলোর বিপরীতে ১১ হাজার ৮৬৬টি, ১১ হাজার ৩২৮টি ও ছয় হাজার ১৭৯টি সিমের নিবন্ধন হয়েছে বলেও যাচাইয়ে ধরা পড়ে।

সাবমিট

এনআইডি তথ্য ভাণ্ডার পাচ্ছে মোবাইল কোম্পানি

 ঢাকা 
০৩ নভেম্বর ২০১৫, ০৯:১১ পিএম  | 

সিম নিবন্ধনে গ্রাহকদের তথ্যের সঠিকতা যাচাইয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্য ভাণ্ডার ব্যবহারে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি সাক্ষর করেছে ছয় মোবাইলফোন কোম্পানি।
মঙ্গলবার বিকালে আগারগাওস্থ ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে এ চুক্তি স্বাক্ষর হয়।
এ চুক্তির আওতায় মোবাইলফোন কোম্পানি টেলিটক, বাংলা লিংক, সিটিসেল, গ্রামীণ ফোন, রবি. এয়ারটেল গ্রাহকদের তথ্যের সঠিকতা যাচাইয়ের সুযোগ পাবে।
ভুয়া পরিচয়ে অথবা নিবন্ধন না করে সিম কিনে নানা অপরাধে ব্যবহারের অভিযোগ বাড়তে থাকায় সম্প্রতি গ্রাহকদের তথ্য যাচাই ও সিম পুনঃনিবন্ধনের উদ্যোগ নেয় সরকার।
এ ধারাবাহিকতায় মোবাইলফোন কোম্পানিগুলো জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের তথ্য ভান্ডারের সংরক্ষতি নাগরিকদের তথ্য যাচাইয়ের সুযোগ চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করে। ওই আবেদনের প্রেক্ষিতে তথ্য যাচাইয়ের সুযোগ পেলো মোবাইল কোম্পানিগুলো। এর মাধ্যমে ভোটারদের নাম, ঠিকানাসহ সীমিত তথ্য পাবে তারা।
সূত্র জানায়, ১৮ বছর ও তার বেশি বয়সী ৯ কোটি ৬২ লাখেরও বেশি ভোটারের তথ্য রয়েছে ইসির কাছে। যদিও নাগরিকদের হাতে সিম রয়েছে ১৩ কোটির মতো। এক্ষেত্রে একজন গ্রাহকের একাধিক সিমও রয়েছে।
তথ্য যাচাইয়ে নির্ধারিত চার্জ ও ফি দিতে হয় মোবাইল কোম্পানিগুলোকে। এক্ষেত্রে পাঁচ লাখ টাকা এককালীন চার্জ ছাড়াও প্রতিটি তথ্য যাচাইয়ে ইসিকে দিতে হবে দুই টাকা হারে। ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংক, এনবিআর, পাসপোর্ট অধিদপ্তর ছাড়াও বেসরকারি দুটি ব্যাংক এ পর্যন্ত অনলাইন ভেরিফিকেশন সার্ভিস নিয়েছে।
সম্প্রতি গ্রাহকদের তথ্য যাচাইয়ে নানান অনিয়ম ধরা পড়ে। একটি ‘ভুয়া’ জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ১৪ হাজার ১১৭টি সিম তোলা হয়েছে। আরও তিনটি এনআইডি পাওয়া গেছে, যেগুলোর বিপরীতে ১১ হাজার ৮৬৬টি, ১১ হাজার ৩২৮টি ও ছয় হাজার ১৭৯টি সিমের নিবন্ধন হয়েছে বলেও যাচাইয়ে ধরা পড়ে।

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র