jugantor
ফুটবল খেলার সময় কলেজের চাল ভেঙে আহত ৪০

  বরিশাল ব্যুরো ও মেহেন্দিগঞ্জ প্রতিনিধি  

১০ ডিসেম্বর ২০১৫, ১৯:৪৫:০৮  | 

মেহেন্দিগঞ্জের আর.সি কলেজ মাঠে খেলা দেখতে এসে ৪০ জন আহত হয়েছেন। কলেজের কমন রুমের টিনের চালে উঠে খেলা দেখার এক পর্যায়ে চালা ভেঙে পড়লে তারা আহত হন।
বৃহস্পতিবার দুপুর সোয়া ৩টায় এই দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে বরিশাল শেবাচিম হাসপাতালে  ভর্তি করা হয়েছে। অপেক্ষকৃত কম আহত ১১জন ভর্তি করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
উপজেলা নির্বাহী অফিসার মো. তমিজ-উর-রহমান জানান, পাতারহাট আরসি কলেজ মাঠে শহীদ মানিক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিল। উলানিয়া বনাম লেংগুটিয়া একাদশের মধ্যে খেলা দেখতে সহস্রাধিক দর্শক সেখানে হাজির হন।
অনেকে কলেজের ছাত্রীদের কমন রুম ভবনের চালের ওপর অবস্থান নেয় খেলা দেখার জন্য। হঠাৎ করে টিনশেড ভবনের চাল ভেঙ্গে পড়ে যায়। এতে অন্তত ৪০ জন আহত হন। ঘটনার সময় রুমটি তালাবদ্ধ ছিল। চাল ভেঙ্গে পড়ার পর স্থানীয়রা তালা ভেঙ্গে ভিতরে ঢুকে আহতদের উদ্ধার করেন।
তমিজ-উর-রহমান আরও জানান, আহতদের মধ্যে আশংকাজনক পাঁচ জনকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নেয়া হয়েছে। বাকীদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে।

সাবমিট

ফুটবল খেলার সময় কলেজের চাল ভেঙে আহত ৪০

 বরিশাল ব্যুরো ও মেহেন্দিগঞ্জ প্রতিনিধি 
১০ ডিসেম্বর ২০১৫, ০৭:৪৫ পিএম  | 

মেহেন্দিগঞ্জের আর.সি কলেজ মাঠে খেলা দেখতে এসে ৪০ জন আহত হয়েছেন। কলেজের কমন রুমের টিনের চালে উঠে খেলা দেখার এক পর্যায়ে চালা ভেঙে পড়লে তারা আহত হন।
বৃহস্পতিবার দুপুর সোয়া ৩টায় এই দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে বরিশাল শেবাচিম হাসপাতালে  ভর্তি করা হয়েছে। অপেক্ষকৃত কম আহত ১১জন ভর্তি করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
উপজেলা নির্বাহী অফিসার মো. তমিজ-উর-রহমান জানান, পাতারহাট আরসি কলেজ মাঠে শহীদ মানিক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিল। উলানিয়া বনাম লেংগুটিয়া একাদশের মধ্যে খেলা দেখতে সহস্রাধিক দর্শক সেখানে হাজির হন।
অনেকে কলেজের ছাত্রীদের কমন রুম ভবনের চালের ওপর অবস্থান নেয় খেলা দেখার জন্য। হঠাৎ করে টিনশেড ভবনের চাল ভেঙ্গে পড়ে যায়। এতে অন্তত ৪০ জন আহত হন। ঘটনার সময় রুমটি তালাবদ্ধ ছিল। চাল ভেঙ্গে পড়ার পর স্থানীয়রা তালা ভেঙ্গে ভিতরে ঢুকে আহতদের উদ্ধার করেন।
তমিজ-উর-রহমান আরও জানান, আহতদের মধ্যে আশংকাজনক পাঁচ জনকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নেয়া হয়েছে। বাকীদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে।

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র