jugantor
বিজয় দিবসের চাঁদাবাজি ঠেকাতে রায়পুরে মাইকিং

  লক্ষ্মীপুর প্রতিনিধি  

১০ ডিসেম্বর ২০১৫, ২০:২২:৩৫  | 

লক্ষ্মীপুরের রায়পুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে দলীয় নেতাকর্মীদের চাঁদাবাজি ঠেকাতে মাইকিং করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে রায়পুর বাজারের বিভিন্ন গলিতে এ মাইকিং করা হয়।
দলের নামে কেউ ব্যবসা-প্রতিষ্ঠানে চাঁদা দাবি করলে দলের সিনিয়র নেতাদের এবং প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ করা হয়।
দলীয় সূত্র ও কয়েকজন ব্যবসায়ী জানায়, মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩-৪ দিন ধরে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নামে কয়েক ব্যক্তি রায়পুর শহরের বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবি করছে। এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
রায়পুর পৌর আওয়ামীলীগের আহবায়ক জামশেদ কবির বাক্কি বিল্লাহ বলেন, দলের নামে চাঁদা চাওয়ার বিষয়টি একাধিক ব্যবসায়ী আমাদের জানিয়েছে। এজন্য আমরা দলের সভা করে বাজারে মাইকিং করার সিদ্ধান্ত নিয়েছি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, চাঁদা দাবির বিষয়টি কেউ পুলিশকে জানায়নি। তবে এ বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

 

সাবমিট

বিজয় দিবসের চাঁদাবাজি ঠেকাতে রায়পুরে মাইকিং

 লক্ষ্মীপুর প্রতিনিধি 
১০ ডিসেম্বর ২০১৫, ০৮:২২ পিএম  | 

লক্ষ্মীপুরের রায়পুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে দলীয় নেতাকর্মীদের চাঁদাবাজি ঠেকাতে মাইকিং করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে রায়পুর বাজারের বিভিন্ন গলিতে এ মাইকিং করা হয়।
দলের নামে কেউ ব্যবসা-প্রতিষ্ঠানে চাঁদা দাবি করলে দলের সিনিয়র নেতাদের এবং প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ করা হয়।
দলীয় সূত্র ও কয়েকজন ব্যবসায়ী জানায়, মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩-৪ দিন ধরে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নামে কয়েক ব্যক্তি রায়পুর শহরের বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবি করছে। এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
রায়পুর পৌর আওয়ামীলীগের আহবায়ক জামশেদ কবির বাক্কি বিল্লাহ বলেন, দলের নামে চাঁদা চাওয়ার বিষয়টি একাধিক ব্যবসায়ী আমাদের জানিয়েছে। এজন্য আমরা দলের সভা করে বাজারে মাইকিং করার সিদ্ধান্ত নিয়েছি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, চাঁদা দাবির বিষয়টি কেউ পুলিশকে জানায়নি। তবে এ বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

 

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র