আসন্ন পৌরসভা নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য নির্বাচন কমিশনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
নির্বাচন কমিশন একতরফা আচরণ করছে অভিযোগ করে সব পক্ষের প্রতি সমান আচরণ করারও দাবি জানান তিনি।
সোমবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে দলের পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান হানিফ।
তিনি বলেন, 'আমরা গত কয়েকদিনে দেখেছি- বিভিন্ন জায়গায় নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগে আওয়ামী লীগের প্রার্থী ও নেতাকর্মীদের বিরুদ্ধে নির্বাচন কমিশন শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন। যেটা অনেকটাই একতরফা হয়েছে।'
আওয়ামী লীগের এ মুখপাত্র বলেন, নির্বাচনের লেভেল প্লেয়িইং ফিল্ড বলতে যেটা বোঝায়, সেটার জন্য নির্বাচন কমিশনকে বিএনপি প্রার্থীর প্রতি আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।
‘আন্দোলন নয়, নির্বাচনে সরকারকে ঘায়েল করতে হবে’ খালেদা জিয়ার এমন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলন করে সরকারের বিরুদ্ধে কিছু করার ক্ষমতা তাদের নেই। বহু আন্দোলন করে ব্যর্থ হয়ে সান্ত্বনার জন্য নির্বাচনের মাধ্যমে কিছু অর্জন করা যায় কি না সেটা খোঁজার চেষ্টা করছেন তিনি।
হানিফ বলেন, 'আমার বিশ্বাস জনগণ যেভাবে তাদের আন্দোলন ব্যর্থ করেছে, তেমনিভাবে নির্বাচনে পরাজয় সুনিশ্চিত করে মনোভাব ব্যর্থ করে দেবে।'