jugantor
চাঁদাবাজির প্রতিবাদে কিশোরগঞ্জে বাস ধর্মঘট অব্যাহত

  কিশোরগঞ্জ ব্যুরো  

২২ ডিসেম্বর ২০১৫, ১৭:৩৪:০৯  | 

সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে কিশোরগঞ্জে মঙ্গলবার তৃতীয় দিনের মতো চলছিল বাস ধর্মঘট। জেলা সড়ক পরিবহন সমিতি ও মোটর যান শ্রমিক ইউনিয়নের ডাকা বাস ধর্মঘটের ফলে কিশোরগঞ্জ গাইটাল আন্ত-জেলা বাস টার্মিনালসহ বিভিন্ন বাসস্ট্যান্ড থেকে সারা দেশের সাথে বাস চলাচল বন্ধ ছিল।
এতে বিপাকে পড়তে হয় সাধারণ যাত্রীদের। বিড়ম্বনায় পড়তে হয় পরিবহন শ্রমিকদেরও।
গত রোববার সকাল থেকে বাস টার্মিনালে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সারা দেশের সাথে বাস চলাচল বন্ধ ঘোষনা করে পরিবহন মালিক ও শ্রমিকরা। তাদের অভিযোগ স্থানীয় শফিকুল ইসলাম মানিক ও তার বাহিনী বিভিন্ন সড়কে চলাচলকারী বাস থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল।
এর প্রতিবাদ করায় মানিক তার লোকবল নিয়ে গত শনিবার গাইটাল বাসস্ট্যান্ডে অবস্থিত জেলা মোটর যান শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে তালা লাগিয়ে দেয়।
এ ঘটনার প্রতিবাদে জেলা সড়ক পরিবহন সমিতি ও শ্রমিক ইউনিয়ন সন্ত্রাসী মানিককে গ্রেফতার ও বাসস্ট্যান্ড চাঁদাবাজি বন্ধের দাবিতে ২৪ ঘন্টার জন্য এ ধর্মঘটের ডাক দিয়েছিল।
ওই সময়ে সন্ত্রাসী গ্রেফতার না হওয়ায় অনির্দিষ্ট সময়ের জন্য ধর্মঘটের ডাক দেয়া হয়। মঙ্গলবারও তৃতীয় দিনের মতো পালিত হয় বাস ধর্মঘট।
পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের দাবি, অভিযুক্ত মানিককে গ্রেফতার না করা পর্যন্ত এই ধর্মঘট চলবে।
অপর দিকে অভিযুক্ত মানিকের সাথে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।
 

সাবমিট

চাঁদাবাজির প্রতিবাদে কিশোরগঞ্জে বাস ধর্মঘট অব্যাহত

 কিশোরগঞ্জ ব্যুরো 
২২ ডিসেম্বর ২০১৫, ০৫:৩৪ পিএম  | 

সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে কিশোরগঞ্জে মঙ্গলবার তৃতীয় দিনের মতো চলছিল বাস ধর্মঘট। জেলা সড়ক পরিবহন সমিতি ও মোটর যান শ্রমিক ইউনিয়নের ডাকা বাস ধর্মঘটের ফলে কিশোরগঞ্জ গাইটাল আন্ত-জেলা বাস টার্মিনালসহ বিভিন্ন বাসস্ট্যান্ড থেকে সারা দেশের সাথে বাস চলাচল বন্ধ ছিল।
এতে বিপাকে পড়তে হয় সাধারণ যাত্রীদের। বিড়ম্বনায় পড়তে হয় পরিবহন শ্রমিকদেরও।
গত রোববার সকাল থেকে বাস টার্মিনালে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সারা দেশের সাথে বাস চলাচল বন্ধ ঘোষনা করে পরিবহন মালিক ও শ্রমিকরা। তাদের অভিযোগ স্থানীয় শফিকুল ইসলাম মানিক ও তার বাহিনী বিভিন্ন সড়কে চলাচলকারী বাস থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল।
এর প্রতিবাদ করায় মানিক তার লোকবল নিয়ে গত শনিবার গাইটাল বাসস্ট্যান্ডে অবস্থিত জেলা মোটর যান শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে তালা লাগিয়ে দেয়।
এ ঘটনার প্রতিবাদে জেলা সড়ক পরিবহন সমিতি ও শ্রমিক ইউনিয়ন সন্ত্রাসী মানিককে গ্রেফতার ও বাসস্ট্যান্ড চাঁদাবাজি বন্ধের দাবিতে ২৪ ঘন্টার জন্য এ ধর্মঘটের ডাক দিয়েছিল।
ওই সময়ে সন্ত্রাসী গ্রেফতার না হওয়ায় অনির্দিষ্ট সময়ের জন্য ধর্মঘটের ডাক দেয়া হয়। মঙ্গলবারও তৃতীয় দিনের মতো পালিত হয় বাস ধর্মঘট।
পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের দাবি, অভিযুক্ত মানিককে গ্রেফতার না করা পর্যন্ত এই ধর্মঘট চলবে।
অপর দিকে অভিযুক্ত মানিকের সাথে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।
 

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র