পরোয়ারের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ
ঢাকা | প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০১৫
জামায়াত নেতা ও খুলনা-৫ আসনের সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ারের সম্পদ যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। দুদকের উপ-পরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারি বুধবার এ সংক্রান্ত চিঠি পেয়েছেন বলে জানা গেছে।
দুদক সূত্র জানায়, বিএনপি-জামায়াত জোট সরকার আমলে মিয়া গোলাম পরোয়ার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাত করেন মর্মে অভিযোগ রয়েছে। এছাড়া বিভিন্ন সরকারি বরাদ্দ দিয়ে কোনো কার্যক্রম ছাড়াই অর্থ উত্তোলন করেন তিনি।
অবৈধ উপায়ে অর্জিত অর্থ তিনি বিদেনপগ পাচারের তথ্য রয়েছে অভিযোগে। এ বিষয়ে চলতি বছর শুরুর দিকে অনুসন্ধান শুরু করে দুদক। এ প্রক্রিয়ায় ১৯ মার্চ খুলনা কারাগারে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। অনুসন্ধান শেষে দাখিলকৃত প্রতিবেদনের প্রেক্ষিতে কমিশন তার সম্পদ বিবরণী চাওয়ার সিদ্ধান্ত নেয়।