জনতা ব্যাংকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব
ঢাকা | প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০১৫
হলমার্ক কেলেংকারির নন-ফান্ডেড অংশের অনুসন্ধানে জনতা ব্যাংকের ৯ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে গঠিত টিম তাদের তলবি নোটিস পাঠায়।
তলবকৃত কর্মকর্তারা হলেন, জনতা ব্যাংক করপোরেট শাখার সহকারি মহাব্যবস্থাপক (এজিএম) আব্দুল্লাহ-আল-মামুন, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. সাখাওয়াত হোসেন, এক্সিকিউটিভ অফিসার জেসমিন খাতুন, জিনিয়া জেসমিন ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার, রপ্তানি) জেসমিন আখতার, জিএম আব্দুছ ছালাম আজাদ, ডিজিএম এস এম আবু হেনা মোস্তফা কামাল, ডিজিএম আজমুল হক ও এজিএম মো. ফায়েজুর রহমান ভূঁইয়া।
এদের মধ্যে প্রথমোক্ত ৫ কর্মকর্তাকে আগামি ১০ জানুয়ারি এবং শেষোক্ত ৪ জনকে ১১ জানুয়ারি দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।