নির্বাচন সুষ্ঠু হলে ফলাফল মেনে নিবে বিএনপি
ঢাকা | প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০১৫
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোটারদের মতামতের ভিত্তিতে ফলাফল নির্ধারণ হলে বিএনপি তা মেনে নেবে।প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ শেষে স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান মঙ্গলবার বিকালে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মঈন খান বলেন, আমরা কমিশনকে বলেছি, ভোটাররা যেন নিঃসংকোচে এসে তাদের খুশিমতো ভোট দিতে পারেন। তারা যাকে যোগ্য মনে করবেন তাকে ভোট দেবেন। ফলাফল যদি সেই ভিত্তিতে হয় এবং ফলাফল শিট যেন কোনো নির্দেশে নির্ধারিত না হয়। সত্যিকার অর্থে যারা ভোট দিচ্ছেন, সেই ভোটারদের মতামতে যদি ফলাফল হয়, তাহলে আমরা মেনে নেব এবং স্বাগত জানাব।
তিনি বলেন, নির্বাচন কমিশনকে আস্থা অর্জন করতে হলে এগুলো করতে হবে। তাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে মানুষকে সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছে।
মঙ্গলবার দুপুর আড়াইটায় দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈদ খানের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি ইসিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে বৈঠক করেন।
তিনি বলেন, নির্বাচনে ভোটার কত শতাংশ ভোট দিল, সেই সংখ্যাটি যেন বহাল থাকে। সেটি যেন বাড়ানো কমানোর কোনো চেষ্টা না করেন।
প্রতিনিধি দলের সদস্যরা হলেন,চেয়ারপারসনের উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) সুজাউদ্দিন ও আবদুল হালিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জান রিপন, যুগ্ম-মহাসচিব মাহবুব উদ্দিন খোকন এবং যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।