jugantor
লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

  লক্ষ্মীপুর প্রতিনিধি  

০৫ এপ্রিল ২০১৪, ০০:০০:০০  | 

লক্ষ্মীপুরে রবিউল ইসলাম (২৭) নামের এক ইউনিয়ন ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের পালেরহাট বাজার এলাকায় মোহাম্মদ বেপারী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম দক্ষিণ হামছাদি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের জাফর আহমেদের ছেলে।

বিএনপি সমর্থিত স্থানীয় ফরিদ বাহিনী এ হত্যাকাণ্ড চালিয়েছে বলে দাবি করছেন লক্ষ্মীপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু।

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পাটোয়ারী বলেন, রাতে ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম ওই এলাকার বেপারী বাড়ির সামনের একটি দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় খুব কাছ থেকে সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রকিবুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



সাবমিট

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

 লক্ষ্মীপুর প্রতিনিধি 
০৫ এপ্রিল ২০১৪, ১২:০০ এএম  | 
লক্ষ্মীপুরে রবিউল ইসলাম (২৭) নামের এক ইউনিয়ন ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের পালেরহাট বাজার এলাকায় মোহাম্মদ বেপারী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম দক্ষিণ হামছাদি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের জাফর আহমেদের ছেলে।

বিএনপি সমর্থিত স্থানীয় ফরিদ বাহিনী এ হত্যাকাণ্ড চালিয়েছে বলে দাবি করছেন লক্ষ্মীপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু।

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পাটোয়ারী বলেন, রাতে ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম ওই এলাকার বেপারী বাড়ির সামনের একটি দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় খুব কাছ থেকে সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রকিবুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র