jugantor
চোরাগোপ্তা হামলা চলছেই
অর্ধশতাধিক গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ

  যুগান্তর ডেস্ক  

২৫ জানুয়ারি ২০১৫, ০০:০০:০০  | 

অবরোধের ১৯তম দিনে চাঁদপুর, রাজশাহী, বগুড়া ও বরিশালসহ বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটেছে। চলছে চোরাগোপ্তা হামলা। শনিবারও অর্ধশতাধিক বাস, ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। পেট্রলবোমা ও ককটেল হামলার ঘটনা ঘটে। এসব হামলা-সংঘর্ষে ২০-৩০ জন আহত হয়। তাদের মধ্যে বেশ কয়েকজনের শরীর ঝলছে গেছে। অর্ধশতাধিক ককটেল ও বেশকিছু বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ২০ দলের সাড়ে তিন শতাধিক নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাসও রয়েছেন। সাতক্ষীরা জেলা জামায়াতের আমীরসহ ১৫ জনের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জামালপুর জেলা বিএনপি কার্যালয় শনিবার বিকাল ৩টায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে যুবলীগ নেতাকর্মীরা। চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের ফকিরবাজার গ্রামে মুজিবসেনা কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। চাঁদপুর পুরান বাজার ব্রিজের কাছে স্কুটার চালককে হাত বেঁধে গাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। যুগান্তর ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

বরিশাল, আগৈলঝড়া ও গৌরনদী : বিএনপি ও ছাত্রদল সড়কে আগুন দিয়ে দুটি স্থানে বিক্ষোভ করেছে। দপদপিয়া এলাকায় শুক্রবার রাতে একটি ট্রাকে পেট্রলবোমা হামলা চালানো হয়। এ সময় ট্রাকের চালক ও হেল্পার দগ্ধ হয়। আগৈলঝাড়ায় জেলা উওর বিএনপি নেতা ও যুবদল সভাপতিসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় কড়া পুলিশ পাহারায়ও একটি ট্রাকে ককটেল হামলা করা হয়। এ সময় ট্রাকচালক সামান্য আহত হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। বরিশালে অভ্যন্তরীণ রুটের একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা ৭টায় নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন এলাকায় ধানসিঁড়ি হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

সিলেট ও ওসমানীনগর : এমসি কলেজ ছাত্রশিবিরের সহ-সভাপতি মো, আফজাল মিয়া ওরফে জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। ওসমানীনগর উপজেলা জামায়াতের নায়েবে আমীর রেজওয়ানুর রহমান শাহিনকে গ্রেফতার করেছে ওসমানীনগর থানা পুলিশ।

খুলনা : অবরোধ কর্মসূচির ১৯তম দিনে শনিবার সকালে অবরোধের সমর্থনে খুলনায় মিছিল ও সমাবেশ করেছে ২০ দলীয় জোট। সকালে বিএনপিসহ ২০ দলীয় জোট নেতারা পিটিআই মোড় থেকে মিছিল বের করে।

রাজশাহী ও রাবি : নাশকতায় জড়িত অভিযোগে শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালত ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। এদের মধ্যে অধিকাংশই বিএনপি-জামায়াতের কর্মী। ২৮টি ককটেলসহ মুরাদ নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। বোমা মেরে মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে আওয়ামী আইন ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শুক্রবার রাতে মালবাহী ট্রাকে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এদিকে শনিবার রাত সাড়ে ৯টার দিকে বানেশ্বর এলাকায় চালবাহী একটি ট্রাকে পেট্রলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ট্রাকের ড্রাইভার ট্রাক থেকে নেমে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানের মধ্যে ঢুকে পড়ে উল্টে যায়। পরে স্থানীয়রা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ট্রাকে থাকা অধিকাংশ চালই পুড়ে গেছে।

রংপুর : মিঠাপুকুর, পীরগাছা ও কোতোয়ালি থানা এলকায় অভিযান চালিয়ে পুলিশ জামায়াত-শিবিরের ১৭ ও বিএনপির ২ নেতাকর্মীসহ বিভিন্ন অপরাধে ৫৯ জনকে গ্রেফতার করেছে।

চট্টগ্রাম : চকবাজার থানায় ককটেল হামলার ঘটনায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনসহ শতাধিক বিএনপি-জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। শুক্রবার রাতে চকবাজার থানা লক্ষ্য করে কে বা কারা ককটেল ছুড়ে মারে।

বগুড়া : আওয়ামী লীগ শহরের চারমাথা এলাকায় হরতাল-অবরোধবিরোধী সমাবেশ করেছে। পুলিশ শুক্রবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-বিএনপির ৬৭ জনকে গ্রেফতার করেছে। বগুড়া সদর থানা পুলিশ শনিবার রাতে শহরের কলোনি এলাকার কয়েকটি ছাত্রবাসে অভিযান চালিয়ে ৬টি ককটেল উদ্ধার ও শিবিরের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। এছাড়া নাশকতার মামলায় শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি হাসান আলীকে গ্রেফতার করা হয়েছে।

চাঁদপুর : শুক্রবার গভীর রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট এলাকায় সৌদি প্রবাসী এক ব্যক্তিকে বহন করা প্রাইভেটকার জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। ওইদিন রাত দেড়টায় সদর উপজেলার কালিভাংতি এলাকায় দুটি সিএনজি স্কুটার ও একটি ট্রাকে আগুন দেয়া হয়। বাবুরহাট বাজারে আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রফিক খানের পাটের গুদামে আগুন ধরিয়ে দেয়া হয়। নাশকতার অভিযোগে পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে ১২ জন বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে আটক করেছে।

সিরাজগঞ্জ ও উল্লাপড়া : নাশকতা সৃষ্টির অভিযোগে সদর ও উল্লাপাড়া থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। উল্লাপাড়ার বালসাবাড়ির কাছে অবরোধকারীরা একটি সিএনজি ভাংচুর করে। এ সময় ইটের আঘাতে তিন্নী নামের ৫ বছরের শিশুসহ ২ যাত্রী আহত হয়।

সাতক্ষীরা : শহর জামায়াতের আমীর মো. ওবায়দুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ আবদুল সাদী দুই বছরের কারাদণ্ড দেন। এ ছাড়া জেলাব্যাপী আরও ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নোয়াখালী ও চাটখিল : নোয়াখালী সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে ৩ শিবির কর্মীকে ভ্রাম্যমাণ আদালত ৪ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে চাটখিল-ঢাকা মহাসড়কে চলন্ত ট্রাকে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে ট্রাকচালক নুর নবী ও হেলপার জাসেদ অগ্নিদ্বগ্ধ হয়। জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতের ২৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

কুমিল্লা : মহানগরীতে বাসে পেট্রল রাখার দায়ে নূরে আলম নামে এক বাস হেলপারকে আটকের পর ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের ফকিরবাজার গ্রামে মুজিবসেনা কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

গাইবান্ধা : অবরোধ ও ছাত্রশিবির আহুত জেলায় আধাবেলা হরতাল পালিত হয়েছে। শনিবার সকালে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে একটি মালবাহী ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়া হয়। যৌথ বাহিনী জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার রাতে ৩২ জন বিএনপি-জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেফতার করে।

নাটোর ও লালপুর : শুক্রবার রাত ১০টায় লালপুর উপজেলার ওয়ালিয়া ট্রাফিক মোড়ে অবরোধকারীরা মাল বোঝাই একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে ট্রাকের ক্ষতিসহ এক অজ্ঞাত ব্যবসায়ী আহত হন। পুলিশ জামায়াত-শিবিরের ৪ নেতাকর্মীকে আটক করেছে।

সৈয়দপুর : জামায়াতের ১৯ জন নেতাকর্মীর মধ্যে ১৮ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হচ্ছে। অন্য ১ জন সেনাসদস্য হওয়ায় অভিযুক্তকে মিলিটারি পুলিশে সোপর্দ করা হয়েছে।

নেত্রকোনা : শুক্রবার রাতে পুলিশ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

কালিয়াকৈর (গাজীপুর) : কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ভোলা : জেলা যুবদল অফিসসংলগ্ন সুলতান হাজির বাড়ির কবরস্থান থেকে শুক্রবার রাতে ১১টি তাজা ককটেল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। কয়েক দিন ধরে রাতে বিভিন্ন এলাকায় ককটেল ফাটিয়ে আতংক সৃষ্টি করার অভিযোগে বিএনপির ১২শ’ নেতাকর্মীর বিরুদ্ধে ৩টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় শনিবার পর্যন্ত আটক হয়েছে ৫০ জন।

ধামরাই(ঢাকা) : ধামরাইয়ের শরীফবাগ কামিল মাদ্রাসার ছাত্রাবাসে পুলিশ এক ঝটিকা অভিযান চালিয়ে বোমা বানানোর সরঞ্জম ও জিহাদি বইসহ মাদ্রসার ছাত্র শিবিরের সভাপতি মনজুরুল মাওলাকে গ্রেফতার করেছে।

চুয়াডাঙ্গা : জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাসকে আটক করা হয়েছে। তার নিজ বাড়িতে আহূত একটি সংবাদ সম্মেলন থেকে শনিবার বেলা ১১টায় তাকে আটক করা হয়। পুলিশ বলেছে, গাড়িতে বোমা হামলা মামলার আসামি হিসেবে অহিদুল ইসলাম বিশ্বাসকে আটক করা হয়েছে।

কুড়িগ্রাম : কুড়িগ্রাম পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শনিবার ভোররাত থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে বিএনপির দু’কর্মীকে গ্রেফতার করেছে।

সাদুল্যাপুর (গাইবান্ধা) : গাইবান্ধার সাদুল্যাপুরে রায়হানুল ইসলাম (২৫) ও আলমঙ্গীর কবির (২৭) নামের শিবিরের দুই নেতাকে আটক করেছে র‌্যাব-১৩।

মহেশপুর (ঝিনাইদহ) : শুক্রবার রাত ৮টায় মহেশপুর উপজেলার গুড়দাহ এলাকা থেকে বোমা বানানোর বিস্ফোরকসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে মহেশপুর থানা পুলিশ।

কুলাউড়া : কুলাউড়ায় শনিবার অবরোধকারীরা ঝটিকা হামলায় চালিয়ে ৪টি গাড়ি ভাংচুর করেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে পুলিশ দু’জনকে আটক করেছে।

বোয়ালমারী (ফরিদপুর) : বোয়ালমারী থানা পুলিশ শনিবার উপজেলার কালিয়ান্ড ও চতুল গ্রাম থেকে বিএনপির ৬ কর্মীকে আটক করেছে।

জামালপুর : স্থানীয় শহীদ মিনার থেকে জেলা বিএনপির একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণের সময় মিছিলকারীরা অন্তত ১০টি অটোরিকশা ভাংচুর করে।

হাটহাজারী : অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়কে পেপার রুল বোঝাইকারী কাভার্ড ভ্যান ও পণ্য বোঝাইকারী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চান্দগাঁও থানাধীন অনন্যা আবাসিক ‘বি ব্লক’ এলাকায় এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ : রাত সাড়ে ৮টার দিকে পাকুন্দিয়া উপজেলার সুখিয়া বাজারের কাছে অনন্যা পরিবহনের চলন্ত একটি বাসে পেট্রলবোমায় ৩ জন গুরুতর দগ্ধ হয়েছেন। তাদেরকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।



সাবমিট

চোরাগোপ্তা হামলা চলছেই

অর্ধশতাধিক গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ
 যুগান্তর ডেস্ক 
২৫ জানুয়ারি ২০১৫, ১২:০০ এএম  | 
অবরোধের ১৯তম দিনে চাঁদপুর, রাজশাহী, বগুড়া ও বরিশালসহ বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটেছে। চলছে চোরাগোপ্তা হামলা। শনিবারও অর্ধশতাধিক বাস, ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। পেট্রলবোমা ও ককটেল হামলার ঘটনা ঘটে। এসব হামলা-সংঘর্ষে ২০-৩০ জন আহত হয়। তাদের মধ্যে বেশ কয়েকজনের শরীর ঝলছে গেছে। অর্ধশতাধিক ককটেল ও বেশকিছু বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ২০ দলের সাড়ে তিন শতাধিক নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাসও রয়েছেন। সাতক্ষীরা জেলা জামায়াতের আমীরসহ ১৫ জনের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জামালপুর জেলা বিএনপি কার্যালয় শনিবার বিকাল ৩টায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে যুবলীগ নেতাকর্মীরা। চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের ফকিরবাজার গ্রামে মুজিবসেনা কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। চাঁদপুর পুরান বাজার ব্রিজের কাছে স্কুটার চালককে হাত বেঁধে গাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। যুগান্তর ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

বরিশাল, আগৈলঝড়া ও গৌরনদী : বিএনপি ও ছাত্রদল সড়কে আগুন দিয়ে দুটি স্থানে বিক্ষোভ করেছে। দপদপিয়া এলাকায় শুক্রবার রাতে একটি ট্রাকে পেট্রলবোমা হামলা চালানো হয়। এ সময় ট্রাকের চালক ও হেল্পার দগ্ধ হয়। আগৈলঝাড়ায় জেলা উওর বিএনপি নেতা ও যুবদল সভাপতিসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় কড়া পুলিশ পাহারায়ও একটি ট্রাকে ককটেল হামলা করা হয়। এ সময় ট্রাকচালক সামান্য আহত হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। বরিশালে অভ্যন্তরীণ রুটের একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা ৭টায় নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন এলাকায় ধানসিঁড়ি হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

সিলেট ও ওসমানীনগর : এমসি কলেজ ছাত্রশিবিরের সহ-সভাপতি মো, আফজাল মিয়া ওরফে জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। ওসমানীনগর উপজেলা জামায়াতের নায়েবে আমীর রেজওয়ানুর রহমান শাহিনকে গ্রেফতার করেছে ওসমানীনগর থানা পুলিশ।

খুলনা : অবরোধ কর্মসূচির ১৯তম দিনে শনিবার সকালে অবরোধের সমর্থনে খুলনায় মিছিল ও সমাবেশ করেছে ২০ দলীয় জোট। সকালে বিএনপিসহ ২০ দলীয় জোট নেতারা পিটিআই মোড় থেকে মিছিল বের করে।

রাজশাহী ও রাবি : নাশকতায় জড়িত অভিযোগে শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালত ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। এদের মধ্যে অধিকাংশই বিএনপি-জামায়াতের কর্মী। ২৮টি ককটেলসহ মুরাদ নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। বোমা মেরে মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে আওয়ামী আইন ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শুক্রবার রাতে মালবাহী ট্রাকে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এদিকে শনিবার রাত সাড়ে ৯টার দিকে বানেশ্বর এলাকায় চালবাহী একটি ট্রাকে পেট্রলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ট্রাকের ড্রাইভার ট্রাক থেকে নেমে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানের মধ্যে ঢুকে পড়ে উল্টে যায়। পরে স্থানীয়রা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ট্রাকে থাকা অধিকাংশ চালই পুড়ে গেছে।

রংপুর : মিঠাপুকুর, পীরগাছা ও কোতোয়ালি থানা এলকায় অভিযান চালিয়ে পুলিশ জামায়াত-শিবিরের ১৭ ও বিএনপির ২ নেতাকর্মীসহ বিভিন্ন অপরাধে ৫৯ জনকে গ্রেফতার করেছে।

চট্টগ্রাম : চকবাজার থানায় ককটেল হামলার ঘটনায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনসহ শতাধিক বিএনপি-জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। শুক্রবার রাতে চকবাজার থানা লক্ষ্য করে কে বা কারা ককটেল ছুড়ে মারে।

বগুড়া : আওয়ামী লীগ শহরের চারমাথা এলাকায় হরতাল-অবরোধবিরোধী সমাবেশ করেছে। পুলিশ শুক্রবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-বিএনপির ৬৭ জনকে গ্রেফতার করেছে। বগুড়া সদর থানা পুলিশ শনিবার রাতে শহরের কলোনি এলাকার কয়েকটি ছাত্রবাসে অভিযান চালিয়ে ৬টি ককটেল উদ্ধার ও শিবিরের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। এছাড়া নাশকতার মামলায় শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি হাসান আলীকে গ্রেফতার করা হয়েছে।

চাঁদপুর : শুক্রবার গভীর রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট এলাকায় সৌদি প্রবাসী এক ব্যক্তিকে বহন করা প্রাইভেটকার জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। ওইদিন রাত দেড়টায় সদর উপজেলার কালিভাংতি এলাকায় দুটি সিএনজি স্কুটার ও একটি ট্রাকে আগুন দেয়া হয়। বাবুরহাট বাজারে আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রফিক খানের পাটের গুদামে আগুন ধরিয়ে দেয়া হয়। নাশকতার অভিযোগে পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে ১২ জন বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে আটক করেছে।

সিরাজগঞ্জ ও উল্লাপড়া : নাশকতা সৃষ্টির অভিযোগে সদর ও উল্লাপাড়া থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। উল্লাপাড়ার বালসাবাড়ির কাছে অবরোধকারীরা একটি সিএনজি ভাংচুর করে। এ সময় ইটের আঘাতে তিন্নী নামের ৫ বছরের শিশুসহ ২ যাত্রী আহত হয়।

সাতক্ষীরা : শহর জামায়াতের আমীর মো. ওবায়দুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ আবদুল সাদী দুই বছরের কারাদণ্ড দেন। এ ছাড়া জেলাব্যাপী আরও ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নোয়াখালী ও চাটখিল : নোয়াখালী সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে ৩ শিবির কর্মীকে ভ্রাম্যমাণ আদালত ৪ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে চাটখিল-ঢাকা মহাসড়কে চলন্ত ট্রাকে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে ট্রাকচালক নুর নবী ও হেলপার জাসেদ অগ্নিদ্বগ্ধ হয়। জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতের ২৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

কুমিল্লা : মহানগরীতে বাসে পেট্রল রাখার দায়ে নূরে আলম নামে এক বাস হেলপারকে আটকের পর ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের ফকিরবাজার গ্রামে মুজিবসেনা কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

গাইবান্ধা : অবরোধ ও ছাত্রশিবির আহুত জেলায় আধাবেলা হরতাল পালিত হয়েছে। শনিবার সকালে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে একটি মালবাহী ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়া হয়। যৌথ বাহিনী জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার রাতে ৩২ জন বিএনপি-জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেফতার করে।

নাটোর ও লালপুর : শুক্রবার রাত ১০টায় লালপুর উপজেলার ওয়ালিয়া ট্রাফিক মোড়ে অবরোধকারীরা মাল বোঝাই একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে ট্রাকের ক্ষতিসহ এক অজ্ঞাত ব্যবসায়ী আহত হন। পুলিশ জামায়াত-শিবিরের ৪ নেতাকর্মীকে আটক করেছে।

সৈয়দপুর : জামায়াতের ১৯ জন নেতাকর্মীর মধ্যে ১৮ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হচ্ছে। অন্য ১ জন সেনাসদস্য হওয়ায় অভিযুক্তকে মিলিটারি পুলিশে সোপর্দ করা হয়েছে।

নেত্রকোনা : শুক্রবার রাতে পুলিশ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

কালিয়াকৈর (গাজীপুর) : কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ভোলা : জেলা যুবদল অফিসসংলগ্ন সুলতান হাজির বাড়ির কবরস্থান থেকে শুক্রবার রাতে ১১টি তাজা ককটেল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। কয়েক দিন ধরে রাতে বিভিন্ন এলাকায় ককটেল ফাটিয়ে আতংক সৃষ্টি করার অভিযোগে বিএনপির ১২শ’ নেতাকর্মীর বিরুদ্ধে ৩টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় শনিবার পর্যন্ত আটক হয়েছে ৫০ জন।

ধামরাই(ঢাকা) : ধামরাইয়ের শরীফবাগ কামিল মাদ্রাসার ছাত্রাবাসে পুলিশ এক ঝটিকা অভিযান চালিয়ে বোমা বানানোর সরঞ্জম ও জিহাদি বইসহ মাদ্রসার ছাত্র শিবিরের সভাপতি মনজুরুল মাওলাকে গ্রেফতার করেছে।

চুয়াডাঙ্গা : জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাসকে আটক করা হয়েছে। তার নিজ বাড়িতে আহূত একটি সংবাদ সম্মেলন থেকে শনিবার বেলা ১১টায় তাকে আটক করা হয়। পুলিশ বলেছে, গাড়িতে বোমা হামলা মামলার আসামি হিসেবে অহিদুল ইসলাম বিশ্বাসকে আটক করা হয়েছে।

কুড়িগ্রাম : কুড়িগ্রাম পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শনিবার ভোররাত থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে বিএনপির দু’কর্মীকে গ্রেফতার করেছে।

সাদুল্যাপুর (গাইবান্ধা) : গাইবান্ধার সাদুল্যাপুরে রায়হানুল ইসলাম (২৫) ও আলমঙ্গীর কবির (২৭) নামের শিবিরের দুই নেতাকে আটক করেছে র‌্যাব-১৩।

মহেশপুর (ঝিনাইদহ) : শুক্রবার রাত ৮টায় মহেশপুর উপজেলার গুড়দাহ এলাকা থেকে বোমা বানানোর বিস্ফোরকসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে মহেশপুর থানা পুলিশ।

কুলাউড়া : কুলাউড়ায় শনিবার অবরোধকারীরা ঝটিকা হামলায় চালিয়ে ৪টি গাড়ি ভাংচুর করেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে পুলিশ দু’জনকে আটক করেছে।

বোয়ালমারী (ফরিদপুর) : বোয়ালমারী থানা পুলিশ শনিবার উপজেলার কালিয়ান্ড ও চতুল গ্রাম থেকে বিএনপির ৬ কর্মীকে আটক করেছে।

জামালপুর : স্থানীয় শহীদ মিনার থেকে জেলা বিএনপির একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণের সময় মিছিলকারীরা অন্তত ১০টি অটোরিকশা ভাংচুর করে।

হাটহাজারী : অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়কে পেপার রুল বোঝাইকারী কাভার্ড ভ্যান ও পণ্য বোঝাইকারী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চান্দগাঁও থানাধীন অনন্যা আবাসিক ‘বি ব্লক’ এলাকায় এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ : রাত সাড়ে ৮টার দিকে পাকুন্দিয়া উপজেলার সুখিয়া বাজারের কাছে অনন্যা পরিবহনের চলন্ত একটি বাসে পেট্রলবোমায় ৩ জন গুরুতর দগ্ধ হয়েছেন। তাদেরকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।



 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র