jugantor
ধোনিই আসল ম্যাচ উইনার

   

০৭ মার্চ ২০১৫, ০০:০০:০০  | 

ওয়েস্ট ইন্ডিজ একেবারে বেহিসাবি ব্যাটিং করেছে। মনে হয়েছে দলটির কোনো স্থির লক্ষ্য নেই। টস জিতে ব্যাট নেয়ার পর যে পরিকল্পনা থাকতে হয় ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সেটাই দেখা যায়নি। তবে ভারতের বোলিংও দুর্দান্ত হয়েছে। বিশ্বকাপে তাদের বোলাররা ভালো করছে। কিন্তু আমার দৃষ্টিতে কালই তারা সেরা স্পেল করেছে। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের মধ্যে দায়িত্ব নেয়ার প্রবণতা দেখলাম না। উইকেটে টিকে থাকার লড়াইও ছিল না। হোল্ডারের কাছ থেকে অন্যদের শিক্ষা নেয়া উচিত। দলের খারাপ সময়েও পরপর দুটি হাফসেঞ্চুরি করেছে। টিম ম্যানেজমেন্টের উচিত হবে দলের প্রয়োজনে তাকে এখন ওপরে তুলে আনা। ভারতের বিপক্ষে স্যামি ও হোল্ডার রান না করলে তো একশ’ রানেই গুটিয়ে যেত তাদের ইনিংস। তবে ভারতের ফিল্ডিং অনেকটা বাজে হয়েছে। কয়েকটা ক্যাচ ফেলেছে তারা।

যেমন মনে হয়েছিল ভারত অবশ্য সেভাবে ম্যাচটা জিততে পারেনি। ওয়েস্ট ইন্ডিজের পেসাররা ভালো বল করেছে। বিশেষ করে টেলর ও রাসেল। ভারতের টপ অর্ডারদের কাল ব্যর্থতার দিন ছিল। কিন্তু ধোনি দেখিয়েছে সে সত্যিকারের ম্যাচ উইনার। আবারও দেখাল চাপের সময় সে-ই সেরা। সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে কোয়ার্টার ফাইনালে তুলে দিল। এদিকে আজকের ম্যাচে পাকিস্তানের চেয়ে দক্ষিণ আফ্রিকা এগিয়ে। এবারের আসরে দক্ষিণ আফ্রিকা অনেক শক্তিশালী দল। তাদের ব্যাটসম্যান দারুণ ফর্মে রয়েছে। বিশ্বকাপে তারা দুটি ম্যাচে চারশ’ পার করেছে। তাদের ভালো পেসারও রয়েছে দলে। ভারতের বিপক্ষে হারের পর নিজেদের অনেকখানি গুছিয়ে নিয়েছে। তাদের বিপক্ষে ভালো করতে হলে পাকিস্তানকে সব বিভাগেই পারফর্ম করতে হবে। তবে পাকিস্তান বিশ্বকাপে শুরুর অবস্থাটা অনেকখানি কাটিয়ে উঠেছে। ব্যাটিংয়ে অনেকটা উন্নতি করেছে তারা। কিন্তু বোলিংটা সেই মানের মনে হচ্ছে না। ইরফান আজ খেলতে পারবেন কিনা সে বিষয়ে একটু শংকা আছে। সে খেলতে না পারলে তার পরিবর্তে স্পিনার ইয়াসির শাহকে একাদশে রাখা যেতে পারে। ওপেনার হিসেবে শেহজাদের জায়গায় সরফরাজকে খেলানো যেতে পারে।

বি-গ্রুপের আরেকটা ম্যাচে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে হচ্ছে। বিশেষ করে এই ম্যাচটি আয়ারল্যান্ডের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনালে যাওয়ার ভালো সুযোগ তৈরি হবে আয়ারল্যান্ডের। জিম্বাবুয়ে এ মুহূর্তে বড় মাপের কোনো দল না। তুলনায় আয়ারল্যান্ডকে খুব ভালো মনে হচ্ছে। তাদের ব্যাটিং ও বোলিং ভালো। বি-গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে ওঠা নিয়ে বেশ লড়াই হচ্ছে। আয়ারল্যান্ড আজ জেতার চেষ্টা করবে। তবে তারা হেরে গেলে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের জন্য সুবিধা হবে।


 

সাবমিট

ধোনিই আসল ম্যাচ উইনার

  
০৭ মার্চ ২০১৫, ১২:০০ এএম  | 

ওয়েস্ট ইন্ডিজ একেবারে বেহিসাবি ব্যাটিং করেছে। মনে হয়েছে দলটির কোনো স্থির লক্ষ্য নেই। টস জিতে ব্যাট নেয়ার পর যে পরিকল্পনা থাকতে হয় ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সেটাই দেখা যায়নি। তবে ভারতের বোলিংও দুর্দান্ত হয়েছে। বিশ্বকাপে তাদের বোলাররা ভালো করছে। কিন্তু আমার দৃষ্টিতে কালই তারা সেরা স্পেল করেছে। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের মধ্যে দায়িত্ব নেয়ার প্রবণতা দেখলাম না। উইকেটে টিকে থাকার লড়াইও ছিল না। হোল্ডারের কাছ থেকে অন্যদের শিক্ষা নেয়া উচিত। দলের খারাপ সময়েও পরপর দুটি হাফসেঞ্চুরি করেছে। টিম ম্যানেজমেন্টের উচিত হবে দলের প্রয়োজনে তাকে এখন ওপরে তুলে আনা। ভারতের বিপক্ষে স্যামি ও হোল্ডার রান না করলে তো একশ’ রানেই গুটিয়ে যেত তাদের ইনিংস। তবে ভারতের ফিল্ডিং অনেকটা বাজে হয়েছে। কয়েকটা ক্যাচ ফেলেছে তারা।

যেমন মনে হয়েছিল ভারত অবশ্য সেভাবে ম্যাচটা জিততে পারেনি। ওয়েস্ট ইন্ডিজের পেসাররা ভালো বল করেছে। বিশেষ করে টেলর ও রাসেল। ভারতের টপ অর্ডারদের কাল ব্যর্থতার দিন ছিল। কিন্তু ধোনি দেখিয়েছে সে সত্যিকারের ম্যাচ উইনার। আবারও দেখাল চাপের সময় সে-ই সেরা। সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে কোয়ার্টার ফাইনালে তুলে দিল। এদিকে আজকের ম্যাচে পাকিস্তানের চেয়ে দক্ষিণ আফ্রিকা এগিয়ে। এবারের আসরে দক্ষিণ আফ্রিকা অনেক শক্তিশালী দল। তাদের ব্যাটসম্যান দারুণ ফর্মে রয়েছে। বিশ্বকাপে তারা দুটি ম্যাচে চারশ’ পার করেছে। তাদের ভালো পেসারও রয়েছে দলে। ভারতের বিপক্ষে হারের পর নিজেদের অনেকখানি গুছিয়ে নিয়েছে। তাদের বিপক্ষে ভালো করতে হলে পাকিস্তানকে সব বিভাগেই পারফর্ম করতে হবে। তবে পাকিস্তান বিশ্বকাপে শুরুর অবস্থাটা অনেকখানি কাটিয়ে উঠেছে। ব্যাটিংয়ে অনেকটা উন্নতি করেছে তারা। কিন্তু বোলিংটা সেই মানের মনে হচ্ছে না। ইরফান আজ খেলতে পারবেন কিনা সে বিষয়ে একটু শংকা আছে। সে খেলতে না পারলে তার পরিবর্তে স্পিনার ইয়াসির শাহকে একাদশে রাখা যেতে পারে। ওপেনার হিসেবে শেহজাদের জায়গায় সরফরাজকে খেলানো যেতে পারে।

বি-গ্রুপের আরেকটা ম্যাচে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে হচ্ছে। বিশেষ করে এই ম্যাচটি আয়ারল্যান্ডের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনালে যাওয়ার ভালো সুযোগ তৈরি হবে আয়ারল্যান্ডের। জিম্বাবুয়ে এ মুহূর্তে বড় মাপের কোনো দল না। তুলনায় আয়ারল্যান্ডকে খুব ভালো মনে হচ্ছে। তাদের ব্যাটিং ও বোলিং ভালো। বি-গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে ওঠা নিয়ে বেশ লড়াই হচ্ছে। আয়ারল্যান্ড আজ জেতার চেষ্টা করবে। তবে তারা হেরে গেলে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের জন্য সুবিধা হবে।


 

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র