jugantor
পথচারী হত্যা মামলায় খালাস পেলেন সালমান খান

  বিনোদন ডেস্ক  

১০ ডিসেম্বর ২০১৫, ১৪:৫৩:৫৬  | 

বলিউড অভিনেতা সালমান খান তার বিরুদ্ধে দায়ের হওয়া পথচারী হত্যা মামলা থেকে খালাস পেয়েছেন। দুদিনের শুনানির পর বৃহস্পতিবার সালমান খানের হিট অ্যান্ড রান মামলায় রায়ে তাকে বেকসুর খালাস দেন বম্বে হাইকোর্ট।
আগের দিনই হিট অ্যান্ড রান মামলায় হাইকোর্টের দ্বিতীয় শুনানিতে সালমানকে কিছুটা বেনিফিট অফ ডাউটের ইঙ্গিত দিয়েছেন বিচারপতি। দুর্ঘটনার সময় সালমানই গাড়ি চালাচ্ছিলেন, সেই বয়ান পুরোপুরি নির্ভরযোগ্য নয় বলে মত আগেই ছিল বম্বে হাইকোর্টের। আর এদিন তো রায়েই প্রমাণিত, যে সালমান খান সেই রাতে গাড়ি চালাচ্ছিলেন না।
প্রসঙ্গত, ২০০২ সালে বান্দ্রায় আমেরিকান বেকারির সামনে ৫ ফুটপাথবাসীকে ধাক্কা মারে সালমানের গাড়ি। মৃত্যু হয় একজনের। এই মামলায় চলতি বছর মে মাসে সালমানকে ৫ বছরের কারাদণ্ড দেয় সেশনস কোর্ট। তবে আজ বম্বে হাইকোর্ট তাকে বেকসুর খালাস করে রায় দিয়েছেন।
 

সাবমিট

পথচারী হত্যা মামলায় খালাস পেলেন সালমান খান

 বিনোদন ডেস্ক 
১০ ডিসেম্বর ২০১৫, ০২:৫৩ পিএম  | 

বলিউড অভিনেতা সালমান খান তার বিরুদ্ধে দায়ের হওয়া পথচারী হত্যা মামলা থেকে খালাস পেয়েছেন। দুদিনের শুনানির পর বৃহস্পতিবার সালমান খানের হিট অ্যান্ড রান মামলায় রায়ে তাকে বেকসুর খালাস দেন বম্বে হাইকোর্ট।
আগের দিনই হিট অ্যান্ড রান মামলায় হাইকোর্টের দ্বিতীয় শুনানিতে সালমানকে কিছুটা বেনিফিট অফ ডাউটের ইঙ্গিত দিয়েছেন বিচারপতি। দুর্ঘটনার সময় সালমানই গাড়ি চালাচ্ছিলেন, সেই বয়ান পুরোপুরি নির্ভরযোগ্য নয় বলে মত আগেই ছিল বম্বে হাইকোর্টের। আর এদিন তো রায়েই প্রমাণিত, যে সালমান খান সেই রাতে গাড়ি চালাচ্ছিলেন না।
প্রসঙ্গত, ২০০২ সালে বান্দ্রায় আমেরিকান বেকারির সামনে ৫ ফুটপাথবাসীকে ধাক্কা মারে সালমানের গাড়ি। মৃত্যু হয় একজনের। এই মামলায় চলতি বছর মে মাসে সালমানকে ৫ বছরের কারাদণ্ড দেয় সেশনস কোর্ট। তবে আজ বম্বে হাইকোর্ট তাকে বেকসুর খালাস করে রায় দিয়েছেন।
 

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র