jugantor
একযুগ পূর্তিতে উইকিপিডিয়া

   

১৯ জানুয়ারি ২০১৪, ০০:০০:০০  | 

জনপ্রিয় মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া (www.wikipedia.org) ১৩ বছরে পা দিয়েছে। ২০০১ সালের ১৫ জানুয়ারি পাঠকদের জন্য চালু হয় উইকিপিডিয়া। তখন থেকে দিনটিকে উইকিপিডিয়া ডে হিসেবে পালন করে আসছেন উইকিপিডিয়ার স্বেচ্ছাসেবকরা। অনলাইনের পাশাপাশি অফলাইনেও বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবছর উইকিপিডিয়া দিবস উপলক্ষে নানা আয়োজন অনুষ্ঠিত হয়। ওয়েবভিত্তিক জনপ্রিয় মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার একযুগ পূর্তি হল বুধবার। ২০০১ সালের ১৫ জানুয়ারি বিশ্বের ষষ্ঠ জনপ্রিয় এই ওয়েবসাইটটি সবার জন্য চালু হয়। জিমি ওয়েলস এবং ল্যারি স্যাঙ্গারের প্রতিষ্ঠিত উইকিপিডিয়া বৃহস্পতিবার ১৩ বছরে পদার্পণ করল। উইকিমিডিয়া ফাউন্ডেশন নামক একটি অলাভজনক প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত উইকিপিডিয়াতে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ও সর্বাধিক জনপ্রিয় ইন্টারনেট ভিত্তিক তথ্যসূত্র হিসেবে ব্যবহৃত হয়। এখন পর্যন্ত ২৮০টিরও বেশি ভাষায় তিন কোটির অধিক নিবন্ধ রয়েছে সাইটটিতে। শুধু ইংরেজি উইকিপিডিয়াতে ৪৪ লাখের অধিক নিবন্ধ রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবকদের প্রচেষ্টায় এই নিবন্ধগুলো সংযোজিত হয়েছে। ইন্টারনেটের মাধ্যমে উইকিপিডিয়া ওয়েবসাইট দেখতে পারে এমন যে কেউ এখানকার প্রায় সব নিবন্ধে অবদান রাখতে পারে। উইকিমিডিয়া ফাউন্ডেশনের পরিচালনায় মূল উইকিপিডিয়ার পাশাপাশি বর্তমানে আরও ১২টি প্রকল্প চালু রয়েছে। এর মধ্যে রয়েছে উন্মুক্ত ছবির ভাণ্ডার উইকিমিডিয়া কমন্স, উন্মুক্ত লেখার সংকলন উইকিসোর্স, ভ্রমণবিষয়ক সংকলন উইকিভয়েজ, সংবাদভিত্তিক সংকলন উইকিনিউজ, অভিধানভিত্তিক সংকলন উইকিশনারি, উইকিবুকস, উইকিডেটা, উইকিমিডিয়া মেটা, উইকিকোট, উইকিস্পেস ও উইকিভার্সিটি। বাংলা উইকিপিডিয়ার প্রশাসক নুরুন্নবী চৌধুরী হাছিব জানান, বাংলা উইকিপিডিয়ায় (http:// bn.wikipedia.org) বর্তমানে প্রায় ২৮ হাজার নিবন্ধ রয়েছে। ২০০৪ সালে যাত্রা শুরু করে বাংলা উইকিপিডিয়া। বাংলায় উইকিপিডিয়ার পাশাপাশি বর্তমানে উইকি সংকলনও ধীরে ধীরে সমৃদ্ধ হচ্ছে।

সুমাইয়া রহমান সীমা


 

সাবমিট

একযুগ পূর্তিতে উইকিপিডিয়া

  
১৯ জানুয়ারি ২০১৪, ১২:০০ এএম  | 

জনপ্রিয় মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া (www.wikipedia.org) ১৩ বছরে পা দিয়েছে। ২০০১ সালের ১৫ জানুয়ারি পাঠকদের জন্য চালু হয় উইকিপিডিয়া। তখন থেকে দিনটিকে উইকিপিডিয়া ডে হিসেবে পালন করে আসছেন উইকিপিডিয়ার স্বেচ্ছাসেবকরা। অনলাইনের পাশাপাশি অফলাইনেও বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবছর উইকিপিডিয়া দিবস উপলক্ষে নানা আয়োজন অনুষ্ঠিত হয়। ওয়েবভিত্তিক জনপ্রিয় মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার একযুগ পূর্তি হল বুধবার। ২০০১ সালের ১৫ জানুয়ারি বিশ্বের ষষ্ঠ জনপ্রিয় এই ওয়েবসাইটটি সবার জন্য চালু হয়। জিমি ওয়েলস এবং ল্যারি স্যাঙ্গারের প্রতিষ্ঠিত উইকিপিডিয়া বৃহস্পতিবার ১৩ বছরে পদার্পণ করল। উইকিমিডিয়া ফাউন্ডেশন নামক একটি অলাভজনক প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত উইকিপিডিয়াতে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ও সর্বাধিক জনপ্রিয় ইন্টারনেট ভিত্তিক তথ্যসূত্র হিসেবে ব্যবহৃত হয়। এখন পর্যন্ত ২৮০টিরও বেশি ভাষায় তিন কোটির অধিক নিবন্ধ রয়েছে সাইটটিতে। শুধু ইংরেজি উইকিপিডিয়াতে ৪৪ লাখের অধিক নিবন্ধ রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবকদের প্রচেষ্টায় এই নিবন্ধগুলো সংযোজিত হয়েছে। ইন্টারনেটের মাধ্যমে উইকিপিডিয়া ওয়েবসাইট দেখতে পারে এমন যে কেউ এখানকার প্রায় সব নিবন্ধে অবদান রাখতে পারে। উইকিমিডিয়া ফাউন্ডেশনের পরিচালনায় মূল উইকিপিডিয়ার পাশাপাশি বর্তমানে আরও ১২টি প্রকল্প চালু রয়েছে। এর মধ্যে রয়েছে উন্মুক্ত ছবির ভাণ্ডার উইকিমিডিয়া কমন্স, উন্মুক্ত লেখার সংকলন উইকিসোর্স, ভ্রমণবিষয়ক সংকলন উইকিভয়েজ, সংবাদভিত্তিক সংকলন উইকিনিউজ, অভিধানভিত্তিক সংকলন উইকিশনারি, উইকিবুকস, উইকিডেটা, উইকিমিডিয়া মেটা, উইকিকোট, উইকিস্পেস ও উইকিভার্সিটি। বাংলা উইকিপিডিয়ার প্রশাসক নুরুন্নবী চৌধুরী হাছিব জানান, বাংলা উইকিপিডিয়ায় (http:// bn.wikipedia.org) বর্তমানে প্রায় ২৮ হাজার নিবন্ধ রয়েছে। ২০০৪ সালে যাত্রা শুরু করে বাংলা উইকিপিডিয়া। বাংলায় উইকিপিডিয়ার পাশাপাশি বর্তমানে উইকি সংকলনও ধীরে ধীরে সমৃদ্ধ হচ্ছে।

সুমাইয়া রহমান সীমা


 

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র