jugantor
৯ জানুয়ারি কলকাতায় উইকি সম্মেলন

   

০৭ জানুয়ারি ২০১৫, ০০:০০:০০  | 

ইন্টারনেটভিত্তিক মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার বাংলা সংস্করণ আরও উন্নত করতে ভারতের কলকাতায় আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী এ সম্মেলন শুরু হবে ৯ জানুয়ারি। এতে ভারত ও বাংলাদেশের প্রদায়করা অংশ নেবেন। উইকিমিডিয়া ইন্ডিয়া চ্যাপ্টারের সেক্রেটারি জয়ন্তনাথ জানান, সম্মেলনে বাঙালি উইকিমিডিয়া কমিউনিটির দশম বছর পূর্তিও পালন করা হবে। তিনি বলেন, এ সম্মেলনে আমরা বেশকিছু কর্মশালার আয়োজন করব, যেগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের বাংলা টাইপ, সম্পাদনা, ছবি আপলোডসহ বিভিন্ন প্রযুক্তিগত দিক শেখানো হবে। এছাড়া পশ্চিমবঙ্গ থেকে প্রদায়কের সংখ্যা বাড়ানোও এ আয়োজনের অন্যতম লক্ষ্য। তিনি আরও জানান, বর্তমানে উইকিপিডিয়ার বাংলা সংস্করণে কাজ করা প্রদায়কদের বেশির ভাগই বাংলাদেশী। এ সম্মেলনে বাংলাদেশ থেকে ১৭ জন প্রদায়ক অংশ নেবেন এবং ২২ জন ভারতীয় প্রতিনিধি থাকবেন। এছাড়া অন্যান্য ভারতীয় ভাষা যেমন তেলেগু, হিন্দি, অসমিয়া, কানাড়া, ওড়িয়া প্রভৃতি সংস্করণে কাজ করা প্রদায়করা বাঙালিদের সঙ্গে তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন। জয়ন্তনাথের মতে, এ সম্মেলন বাঙালিদের মাঝে উইকিপিডিয়ায় কাজ করতে উৎসাহ জোগাবে। সম্মেলনে ২০০-২৫০ জন অংশ নেবে বলে আমাদের ধারণা। উল্লেখ্য, উইকিপিডিয়া বিশ্বের ২৮৭টি ভাষায় পরিচালিত হচ্ছে। ২০০৪ সালে উইকিপিডিয়ার বাংলা সংস্করণের যাত্রা শুরু। -রেহানা রহমান রেনুসাবমিট

৯ জানুয়ারি কলকাতায় উইকি সম্মেলন

  
০৭ জানুয়ারি ২০১৫, ১২:০০ এএম  | 
ইন্টারনেটভিত্তিক মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার বাংলা সংস্করণ আরও উন্নত করতে ভারতের কলকাতায় আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী এ সম্মেলন শুরু হবে ৯ জানুয়ারি। এতে ভারত ও বাংলাদেশের প্রদায়করা অংশ নেবেন। উইকিমিডিয়া ইন্ডিয়া চ্যাপ্টারের সেক্রেটারি জয়ন্তনাথ জানান, সম্মেলনে বাঙালি উইকিমিডিয়া কমিউনিটির দশম বছর পূর্তিও পালন করা হবে। তিনি বলেন, এ সম্মেলনে আমরা বেশকিছু কর্মশালার আয়োজন করব, যেগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের বাংলা টাইপ, সম্পাদনা, ছবি আপলোডসহ বিভিন্ন প্রযুক্তিগত দিক শেখানো হবে। এছাড়া পশ্চিমবঙ্গ থেকে প্রদায়কের সংখ্যা বাড়ানোও এ আয়োজনের অন্যতম লক্ষ্য। তিনি আরও জানান, বর্তমানে উইকিপিডিয়ার বাংলা সংস্করণে কাজ করা প্রদায়কদের বেশির ভাগই বাংলাদেশী। এ সম্মেলনে বাংলাদেশ থেকে ১৭ জন প্রদায়ক অংশ নেবেন এবং ২২ জন ভারতীয় প্রতিনিধি থাকবেন। এছাড়া অন্যান্য ভারতীয় ভাষা যেমন তেলেগু, হিন্দি, অসমিয়া, কানাড়া, ওড়িয়া প্রভৃতি সংস্করণে কাজ করা প্রদায়করা বাঙালিদের সঙ্গে তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন। জয়ন্তনাথের মতে, এ সম্মেলন বাঙালিদের মাঝে উইকিপিডিয়ায় কাজ করতে উৎসাহ জোগাবে। সম্মেলনে ২০০-২৫০ জন অংশ নেবে বলে আমাদের ধারণা। উল্লেখ্য, উইকিপিডিয়া বিশ্বের ২৮৭টি ভাষায় পরিচালিত হচ্ছে। ২০০৪ সালে উইকিপিডিয়ার বাংলা সংস্করণের যাত্রা শুরু। -রেহানা রহমান রেনু 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র