jugantor
তুরস্কে মাইনক্রাফট বিতর্ক

   

১৪ মার্চ ২০১৫, ০০:০০:০০  | 

তুরস্কে জনপ্রিয় আর্কেড গেম মাইনক্রাফটকে নিষিদ্ধ করার প্রস্তুতি চলছে এমন খবর প্রকাশিত হওয়ার পর তদন্তে নেমেছে নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। আলোচনার ঝড় উঠেছে শিশুদের ওপর গেমটির প্রভাব নিয়ে। তুরস্কের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দেশটির পরিবার ও সামাজিক নীতিবিষয়ক মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক গবেষণার ফলাফল অনুযায়ী ‘সহিংস’ আচরণে উৎসাহ জোগায় মাইনক্রাফট গেমটি। বিবিসি জানিয়েছে, নয় বছর বয়সী এক শিশুর ওপর মাইনক্রাফটের প্রভাব বিশ্লেষণ করে গেমটি সহিংস আচরণে উৎসাহিত করে বলে মন্তব্য করেছে মন্ত্রণালয় কর্তৃপক্ষ। বলা হচ্ছে শিশুদের সামাজিক বিচ্ছিন্নতার কারণ হতে পারে গেমটি। মন্ত্রণালয়ের ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘বাস্তব জগতের সঙ্গে মাইনক্রাফটের ভার্চুয়াল জগৎকে মিলিয়ে ফেলতে পারে বাচ্চারা। ফলে তাদের মনে হতে পারে পশুপাখিদের ওপর অত্যাচার করলে তারা কোনো ব্যথা পায় না।’ মন্ত্রণালয়ের আইন বিভাগকে ইতিমধ্যে গেমটিকে নিষিদ্ধ করার জন্য আইনি পদক্ষেপ নিতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছে তুরস্কের একটি সংবাদপত্র। বিবিসি জানিয়েছে, এই ইস্যুতে তুরস্কের সরকার কী পদক্ষেপ নেবে তা নিয়ে শোনা যাচ্ছে মিশ্র খবর। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত তুর্কি দূতাবাসের মুখপাত্র ফাতিহ ওক বলেন, ‘গেমটি নিষিদ্ধ করা হয়নি এবং হবেও না। আমি জানি তুর্কি সংবাদমাধ্যমগুলোতে গেমটিকে নিষিদ্ধ করে দেয়ার কথা বলা হচ্ছে, তবে তা সঠিক নয়। ওই শিশুর পরিবার কিংবা ওই মন্ত্রণালয়ের গেমটিকে নিষিদ্ধ করার কোনো ক্ষমতা নেই।’ আন্তর্জাতিক নারী দিবস ২০১৫ উপলক্ষে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়।

-আইটি ডেস্ক



সাবমিট

তুরস্কে মাইনক্রাফট বিতর্ক

  
১৪ মার্চ ২০১৫, ১২:০০ এএম  | 
তুরস্কে জনপ্রিয় আর্কেড গেম মাইনক্রাফটকে নিষিদ্ধ করার প্রস্তুতি চলছে এমন খবর প্রকাশিত হওয়ার পর তদন্তে নেমেছে নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। আলোচনার ঝড় উঠেছে শিশুদের ওপর গেমটির প্রভাব নিয়ে। তুরস্কের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দেশটির পরিবার ও সামাজিক নীতিবিষয়ক মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক গবেষণার ফলাফল অনুযায়ী ‘সহিংস’ আচরণে উৎসাহ জোগায় মাইনক্রাফট গেমটি। বিবিসি জানিয়েছে, নয় বছর বয়সী এক শিশুর ওপর মাইনক্রাফটের প্রভাব বিশ্লেষণ করে গেমটি সহিংস আচরণে উৎসাহিত করে বলে মন্তব্য করেছে মন্ত্রণালয় কর্তৃপক্ষ। বলা হচ্ছে শিশুদের সামাজিক বিচ্ছিন্নতার কারণ হতে পারে গেমটি। মন্ত্রণালয়ের ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘বাস্তব জগতের সঙ্গে মাইনক্রাফটের ভার্চুয়াল জগৎকে মিলিয়ে ফেলতে পারে বাচ্চারা। ফলে তাদের মনে হতে পারে পশুপাখিদের ওপর অত্যাচার করলে তারা কোনো ব্যথা পায় না।’ মন্ত্রণালয়ের আইন বিভাগকে ইতিমধ্যে গেমটিকে নিষিদ্ধ করার জন্য আইনি পদক্ষেপ নিতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছে তুরস্কের একটি সংবাদপত্র। বিবিসি জানিয়েছে, এই ইস্যুতে তুরস্কের সরকার কী পদক্ষেপ নেবে তা নিয়ে শোনা যাচ্ছে মিশ্র খবর। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত তুর্কি দূতাবাসের মুখপাত্র ফাতিহ ওক বলেন, ‘গেমটি নিষিদ্ধ করা হয়নি এবং হবেও না। আমি জানি তুর্কি সংবাদমাধ্যমগুলোতে গেমটিকে নিষিদ্ধ করে দেয়ার কথা বলা হচ্ছে, তবে তা সঠিক নয়। ওই শিশুর পরিবার কিংবা ওই মন্ত্রণালয়ের গেমটিকে নিষিদ্ধ করার কোনো ক্ষমতা নেই।’ আন্তর্জাতিক নারী দিবস ২০১৫ উপলক্ষে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়।

-আইটি ডেস্ক



 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র