বাংলায় টুইট করে বৈশাখী শুভেচ্ছা জানালেন মোদি
| প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৫
জাতীয় ঐক্যের বাণী ছড়িয়ে ক্ষমতায় এসেছেন নরেন্দ্র মোদি। এ বার্তা যে শুধু তার ভোটে জেতার অস্ত্র ছিল না সেটাই তিনি আবারও প্রমাণ করলেন। ক্ষুদে ব্লগ লেখার সাইট টুইটারে বিভিন্ন উপলক্ষে টুইট করে থাকেন মোদি। এবার বাংলা নববর্ষ উপলক্ষে টুইট করেছেন, তাও বাংলায় লিখে! রাষ্ট্রীয় সফরে বর্তমানে জার্মানিতে আছেন মোদি। কিন্তু নববর্ষের কথা ভুলে যাননি। যার প্রমাণ পহেলা বৈশাখ উপলক্ষে বিশ্ববাসীকে তার শুভেচ্ছা জানানো। মোদি তার টুইট বার্তায় তিনি লিখেন, পহেলা বৈশাখে সব বাঙালি বন্ধুদের আমার শুভেচ্ছা। আগামী বছরটা দুর্দান্ত কাটুক সবার, শুভ নববর্ষ! ২০১৪ সালের নভেম্বরের এক প্রতিবেদন মতে, টুইটারে ১ কোটিরও বেশি ফলোয়ার পাওয়ার মাইলফলকে পৌঁছেন মোদি। এদিকে ফেসবুক পেজে তার লাইকের সংখ্যা ২ কোটি ৫০ লাখ ছাড়িয়েছে।