jugantor
ই-সেবা বাস্তবায়নে এটুআই ও টেলিনর ডিজিটালের সমঝোতা

   

০৯ মে ২০১৫, ০০:০০:০০  | 

জনগণের হাতের মুঠোয় সহজ ও সাশ্রয়ী ই-সেবা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করবে সরকারের অ্যাকসেস টু ইনফরমেশন(এটুআই) ও টেলিনর ডিজিটাল। বৃহস্পতিবার রাজধানীর হোটেল র‌্যাডিসনে ডিজিটাল বিনিয়োগ সম্মেলনে এই চুক্তি হয়। প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআইয়ের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার এবং টেলিনর ডিজিটালের গ্লোবাল হেড অব হেলথ ম্যাথু গিল্ডফোর্ড নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ চুক্তিতে স্বাক্ষর করেন। প্রথম পর্যায়ে চুক্তির মেয়াদ থাকছে ৩ বছর। চুক্তি অনুয়ায়ী টেলিনর ডিজিটাল দেশের আর্থসামাজিক চাহিদা মেটাতে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে সামাজিক উদ্যোগ তৈরিতে এটুআইয়ের সঙ্গে কাজ করবে। এছাড়া সরকারি ও বেসরকারি সেবাগুলোকে ই-সেবায় রূপান্তরিত করে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দেয়ার পদক্ষেপও নেয়া হবে এই উদ্যোগে। এটুআই জানায়, নাগরিকদের জন্য ডিজিটাল ও মোবাইল

টুল তৈরি করা হবে।



সাবমিট

ই-সেবা বাস্তবায়নে এটুআই ও টেলিনর ডিজিটালের সমঝোতা

  
০৯ মে ২০১৫, ১২:০০ এএম  | 
জনগণের হাতের মুঠোয় সহজ ও সাশ্রয়ী ই-সেবা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করবে সরকারের অ্যাকসেস টু ইনফরমেশন(এটুআই) ও টেলিনর ডিজিটাল। বৃহস্পতিবার রাজধানীর হোটেল র‌্যাডিসনে ডিজিটাল বিনিয়োগ সম্মেলনে এই চুক্তি হয়। প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআইয়ের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার এবং টেলিনর ডিজিটালের গ্লোবাল হেড অব হেলথ ম্যাথু গিল্ডফোর্ড নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ চুক্তিতে স্বাক্ষর করেন। প্রথম পর্যায়ে চুক্তির মেয়াদ থাকছে ৩ বছর। চুক্তি অনুয়ায়ী টেলিনর ডিজিটাল দেশের আর্থসামাজিক চাহিদা মেটাতে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে সামাজিক উদ্যোগ তৈরিতে এটুআইয়ের সঙ্গে কাজ করবে। এছাড়া সরকারি ও বেসরকারি সেবাগুলোকে ই-সেবায় রূপান্তরিত করে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দেয়ার পদক্ষেপও নেয়া হবে এই উদ্যোগে। এটুআই জানায়, নাগরিকদের জন্য ডিজিটাল ও মোবাইল

টুল তৈরি করা হবে।



 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র