বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করতে অবদান রাখায় শীর্ষ ১০ জনকে সম্মাননা ও তিনজনকে পুরস্কার দেয়ার মধ্য দিয়ে শেষ হল ইন্টারনেটে মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়ার দশম বর্ষপূর্তি সম্মেলন। শীর্ষ ১০ অবদানকারী হিসেবে সম্মাননা লাভ করেন সুব্রত রায়, ইয়াহিয়া, আফতাব উজ জামান উল্লাহ, ইনতেখাব আলম চৌধুরী, অঙ্কন ঘোষ দস্তগীর, প্রত্তন ঘোষ, মাসুম ইবনে মুসা, মো. শেখ সাদী, আসিফ মুক্তাদীর ও একেএম শাহাদত হোসেন। এছাড়া ছবি প্রতিযোগিতায় বিজয়ী হয়ে সুমন মল্লিক ২০ হাজার টাকা, জুবায়ের বিন ইকবাল ১৫ হাজার টাকা ও মো. গালিবকে ১০ হাজার টাকা এবং সনদ প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা তুলে দেন কথাসাহিত্যিক আনিসুল হক ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক মাহবুব উল হক মজুমদার। আনিসুল হক বলেন, বাংলা উইকিপিডিয়ায় আপনারা যে অবদান রাখছেন তা আসলে ইতিহাসে এক একটা দাগ রেখে যাওয়ার মতো। এভাবে একদিন বাংলা ভাষা সমৃদ্ধ হয়ে উঠব। শনিবার সকালে ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সোবহানবাগ ক্যাম্পাসে এ সম্মেলনের উদ্বোধন করেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বাংলা উইকিপিডিয়ার প্রশাসক ও উইকিমিডিয়া বাংলাদেশের পরিচালক নুরুন্নবী চৌধুরী হাছিবের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুর রহমান ও উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি মুনির হাসান। উইকিপিডিয়া পরিচালনাকারী সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশনের স্থানীয় শাখা উইকিমিডিয়া বাংলাদেশ এ সম্মেলনের আয়োজন করে। দিনব্যাপী সম্মেলনে স্বেচ্ছাসেবক ও অবদানকারীদের উইকিপিডিয়াতে তথ্য সমৃদ্ধকরণ, নিবন্ধ সম্পাদনা, ছবি যোগ করাসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। -আইটি ডেস্ক
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
উইকিপিডিয়ার দশম বর্ষপূর্তিতে পুরস্কৃত হলেন ১৩ জন
০১ জুন ২০১৫, ১২:০০ এএম |
বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করতে অবদান রাখায় শীর্ষ ১০ জনকে সম্মাননা ও তিনজনকে পুরস্কার দেয়ার মধ্য দিয়ে শেষ হল ইন্টারনেটে মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়ার দশম বর্ষপূর্তি সম্মেলন। শীর্ষ ১০ অবদানকারী হিসেবে সম্মাননা লাভ করেন সুব্রত রায়, ইয়াহিয়া, আফতাব উজ জামান উল্লাহ, ইনতেখাব আলম চৌধুরী, অঙ্কন ঘোষ দস্তগীর, প্রত্তন ঘোষ, মাসুম ইবনে মুসা, মো. শেখ সাদী, আসিফ মুক্তাদীর ও একেএম শাহাদত হোসেন। এছাড়া ছবি প্রতিযোগিতায় বিজয়ী হয়ে সুমন মল্লিক ২০ হাজার টাকা, জুবায়ের বিন ইকবাল ১৫ হাজার টাকা ও মো. গালিবকে ১০ হাজার টাকা এবং সনদ প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা তুলে দেন কথাসাহিত্যিক আনিসুল হক ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক মাহবুব উল হক মজুমদার। আনিসুল হক বলেন, বাংলা উইকিপিডিয়ায় আপনারা যে অবদান রাখছেন তা আসলে ইতিহাসে এক একটা দাগ রেখে যাওয়ার মতো। এভাবে একদিন বাংলা ভাষা সমৃদ্ধ হয়ে উঠব। শনিবার সকালে ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সোবহানবাগ ক্যাম্পাসে এ সম্মেলনের উদ্বোধন করেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বাংলা উইকিপিডিয়ার প্রশাসক ও উইকিমিডিয়া বাংলাদেশের পরিচালক নুরুন্নবী চৌধুরী হাছিবের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুর রহমান ও উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি মুনির হাসান। উইকিপিডিয়া পরিচালনাকারী সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশনের স্থানীয় শাখা উইকিমিডিয়া বাংলাদেশ এ সম্মেলনের আয়োজন করে। দিনব্যাপী সম্মেলনে স্বেচ্ছাসেবক ও অবদানকারীদের উইকিপিডিয়াতে তথ্য সমৃদ্ধকরণ, নিবন্ধ সম্পাদনা, ছবি যোগ করাসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। -আইটি ডেস্ক