বর্ধিত ফি প্রত্যাহার দাবি
রংপুর ব্যুরো
০৩ মার্চ ২০১৪, ০০:০০:০০ |
বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রোববার থেকে দু’দিনের ধর্মঘট পালন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ধর্মঘটের সময় বাম ছাত্র সংগঠনগুলোর ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১২ জন আহত হয়। সকালে প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা সব একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। ধর্মঘটের সমর্থনে সকালে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, ২০০৮ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ে পূর্ব ঘোষণা ছাড়াই দফায় দফায় বিভিন্ন ক্ষেত্রে ফি বৃদ্ধি করা হচ্ছে। ২০০৮ সালে নতুন শিক্ষার্থী ভর্তি ফি যেখানে ছিল ৫ হাজার টাকা, সেখানে চলতি বছর তা বাড়িয়ে ৯ হাজার টাকা করা হয়েছে। সেই সঙ্গে সেমিস্টার ফি ৩শ’ টাকা থেকে বাড়িয়ে ৭শ’ টাকা করা হয়েছে। এছাড়াও আবাসিক হলে সংযুক্তির নামে এক হাজার টাকা করে আদায় করা হচ্ছে। অথচ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এখন পর্যন্ত খুলে দেয়া হয়নি।
এ ব্যাপারে শিক্ষার্থীরা বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে ভিসির কাছে স্মারকলিপি প্রদান ও মানববন্ধনসহ আন্দোলন করে এলেও ভিসি এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেননি। শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হলে এরপরে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রগতিশীল ছাত্র ঐক্যজোট শুক্রবার সংবাদ সম্মেলন করে ধর্মঘটের এ কর্মসূচি ঘোষণা করে। জোটের সমন্বয় ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আহসান হাবিব বলেন, দুপুরে ধর্মঘটের সমর্থনে আমরা ক্যাম্পাসে মিছিল করছিলাম। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালায়। পাল্টা প্রতিরোধ করলে সংঘর্ষ বাধে। এতে আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বর্ধিত ফি প্রত্যাহার দাবি
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রজোটের ওপর ছাত্রলীগের হামলা
বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রোববার থেকে দু’দিনের ধর্মঘট পালন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ধর্মঘটের সময় বাম ছাত্র সংগঠনগুলোর ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১২ জন আহত হয়। সকালে প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা সব একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। ধর্মঘটের সমর্থনে সকালে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, ২০০৮ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ে পূর্ব ঘোষণা ছাড়াই দফায় দফায় বিভিন্ন ক্ষেত্রে ফি বৃদ্ধি করা হচ্ছে। ২০০৮ সালে নতুন শিক্ষার্থী ভর্তি ফি যেখানে ছিল ৫ হাজার টাকা, সেখানে চলতি বছর তা বাড়িয়ে ৯ হাজার টাকা করা হয়েছে। সেই সঙ্গে সেমিস্টার ফি ৩শ’ টাকা থেকে বাড়িয়ে ৭শ’ টাকা করা হয়েছে। এছাড়াও আবাসিক হলে সংযুক্তির নামে এক হাজার টাকা করে আদায় করা হচ্ছে। অথচ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এখন পর্যন্ত খুলে দেয়া হয়নি।
এ ব্যাপারে শিক্ষার্থীরা বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে ভিসির কাছে স্মারকলিপি প্রদান ও মানববন্ধনসহ আন্দোলন করে এলেও ভিসি এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেননি। শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হলে এরপরে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রগতিশীল ছাত্র ঐক্যজোট শুক্রবার সংবাদ সম্মেলন করে ধর্মঘটের এ কর্মসূচি ঘোষণা করে। জোটের সমন্বয় ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আহসান হাবিব বলেন, দুপুরে ধর্মঘটের সমর্থনে আমরা ক্যাম্পাসে মিছিল করছিলাম। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালায়। পাল্টা প্রতিরোধ করলে সংঘর্ষ বাধে। এতে আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়।