jugantor
মন্ত্রণালয়ের ওয়েবসাইটে রুটিন প্রকাশ
এইচএসসি শুরু ১ এপ্রিল

  যুগান্তর রিপোর্ট  

২৮ ফেব্রুয়ারি ২০১৫, ০০:০০:০০  | 

আগামী ১ এপ্রিল এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। এ লক্ষ্যে পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ওয়েবসাইটের (www.moedu.gov.bd) মাধ্যমে তা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সময়সূচি অনুযায়ী ১১ জুন এইচএসসির লিখিত পরীক্ষা শেষ হবে। এরপর ১৩ জুন শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। চলবে ২২ জুন পর্যন্ত। আর আলিমের লিখিত পরীক্ষা শেষ হবে ২৪ মে। ২ জুন শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। পরীক্ষা শেষ করে ১০ জুনের মধ্যে অবশ্যই নম্বরপত্র বোর্ডে পৌঁছাতে হবে। আর কারিগরি বোর্ডের এইচএসসি (বিএম) পরীক্ষা শেষ হবে ৭ মে। এরপর ১০ মে থেকে ১৪ মে’র মধ্যে শেষ করতে হবে ব্যবহারিক পরীক্ষা।

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানিয়েছেন, ইতিপূর্বে যে খসড়া সময়সূচি জনগণের মতামতের জন্য প্রকাশ করা হয়েছিল, সেখানে বেশকিছু বিষয়ে মতামত আসে। তার ভিত্তিতে বেশকিছু পরিবর্তন এনে সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।



সাবমিট
মন্ত্রণালয়ের ওয়েবসাইটে রুটিন প্রকাশ

এইচএসসি শুরু ১ এপ্রিল

 যুগান্তর রিপোর্ট 
২৮ ফেব্রুয়ারি ২০১৫, ১২:০০ এএম  | 
আগামী ১ এপ্রিল এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। এ লক্ষ্যে পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ওয়েবসাইটের (www.moedu.gov.bd) মাধ্যমে তা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সময়সূচি অনুযায়ী ১১ জুন এইচএসসির লিখিত পরীক্ষা শেষ হবে। এরপর ১৩ জুন শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। চলবে ২২ জুন পর্যন্ত। আর আলিমের লিখিত পরীক্ষা শেষ হবে ২৪ মে। ২ জুন শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। পরীক্ষা শেষ করে ১০ জুনের মধ্যে অবশ্যই নম্বরপত্র বোর্ডে পৌঁছাতে হবে। আর কারিগরি বোর্ডের এইচএসসি (বিএম) পরীক্ষা শেষ হবে ৭ মে। এরপর ১০ মে থেকে ১৪ মে’র মধ্যে শেষ করতে হবে ব্যবহারিক পরীক্ষা।

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানিয়েছেন, ইতিপূর্বে যে খসড়া সময়সূচি জনগণের মতামতের জন্য প্রকাশ করা হয়েছিল, সেখানে বেশকিছু বিষয়ে মতামত আসে। তার ভিত্তিতে বেশকিছু পরিবর্তন এনে সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।



 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র