jugantor
ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচন
মনোনয়নপত্র নিলেন আনিস মিলন পিন্টু ও নাছির
আজ নেবেন সাঈদ খোকন ও কবরী

  যুগান্তর রিপোর্ট  

২৪ মার্চ ২০১৫, ০০:০০:০০  | 

ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বেশ কয়েকজন আলোচিত সম্ভাব্য প্রার্থী। এদের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যবসায়ী নেতা আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহম্মেদ মিলন ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কারাবন্দি বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু রয়েছেন। এছাড়া চট্টগ্রাম সিটির নির্বাচনে সোমবার মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির।

বিএনপি নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশের পরই কারাবন্দি পিন্টুর পক্ষে তার আইনজীবী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদিকে ইসির নিষেধাজ্ঞা অমান্য করে আগাম প্রচারণা চালানোর অভিযোগে সোমবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্ভাব্য ৭ কাউন্সিলর প্রার্থীকে শোকজ নোটিশ দেয়া হয়েছে। আরও কয়েকজন প্রার্থীকে শোকজ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সোমবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে ৩ জন ও দক্ষিণ সিটি কর্পোরেশনে ৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে সোমবার পর্যন্ত ঢাকা উত্তরে সর্বমোট ১৩ জন ও দক্ষিণে ৯ জন সম্ভাব্য মেয়র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেন। সোমবার দুই রিটার্নিং অফিসারের কার্যালয়ে সম্ভাব্য প্রার্থী ও তাদের সমর্থকদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

রিটার্নিং কর্মকর্তা মেয়র ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা কাউন্সিলর পদের মনোনয়নপত্র দিয়েছেন। দুই রিটার্নিং অফিসারের কার্যালয়ে মানুষের আসা-যাওয়া বেড়ে যাওয়ায় সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে চলচ্চিত্র অভিনেত্রী আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন। সোমবার পর্যন্ত তিনি বা তার পক্ষে অন্য কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি বলে নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম। সোমবার রাতে কবরী যুগান্তরকে বলেন, আজ মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করবেন তিনি।

এ দিকে ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাঈদ খোকন আজ মনোনয়নপত্র সংগ্রহ করবেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার মেয়র পদে তিনজন, সাধারণ কাউন্সিলর পদে ১০২ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মেয়র পদে আনিসুল হক ছাড়াও মনোনয়নপত্র নিয়েছেন বিএনএফের আতিকুর রহমান নাজিম ও কামরুল ইসলাম। এ পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাধারণ ৩৬ ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র নিয়েছেন ২৬৯ জন এবং সংরক্ষিত ১২টি ওয়ার্ডে ৬২ জন।

অপরদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার পর্যন্ত মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৩৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ সিটি কর্পোরেশনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কাজী মো. সাইদুর রহমান মানিক ও সৈয়দ শাহ আলম। এ পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাধারণ ৫৭ ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র নিয়েছেন ৫২৫ জন এবং সংরক্ষিত ১৯টি ওয়ার্ডে ১০২ জন।

তফসিল অনুযায়ী আগামী ২৯ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন নির্ধারিত রয়েছে। এসব মনোনয়নপত্র ১ ও ২ এপ্রিল বাছাই শেষে প্রত্যাহারের শেষ সময় রয়েছে ৯ এপ্রিল। আগামী ২৮ এপ্রিল ঢাকা ও চট্টগ্রামের তিন সিটিতে ভোট গ্রহণ করা হবে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদকে সঙ্গে নিয়ে সোমবার বিকালে উত্তরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান সংগঠনের সাবেক সভাপতি আনিসুল হক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলমের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করার পর তিনি সাংবাদিকদের জানান, তিনি আধুনিক ঢাকা গড়ার জন্য কাজ করতে চান। ভোটারদের ‘বিশ্বাস রাখার’ আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, আমরা একটি সুন্দর ঢাকা চাই।

এদিকে মহানগর নাট্যমঞ্চে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কারাবন্দি বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার আইনজীবী রফিকুল ইসলাম খান। তিনি বলেন, উনি যেহেতু কারাগারে আছেন, তাই আমি তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করতে এসেছি। সাবেক এ সংসদ সদস্যকে গতবছর পিলখানা হত্যা মামলার রায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। তিনি ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদের কাছ থেকে মনোনয়নপত্র নেন জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী হাজী সাইফুদ্দিন আহম্মেদ মিলন। মনোনয়নপত্র নেয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, নগরবাসীর উন্নয়নই আমার লক্ষ্য। নগরবাসীর সেবা করার সুযোগ চাই। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি এ নির্বাচনে ইসি নিরপেক্ষ ভূমিকা পালন করবে। তারা আচরণবিধি প্রতিপালনের প্রতি কঠোর হবে। আমি নিজেও আচরণবিধি মেনে চলব।

কবরীর মনোনয়নপত্র সংগ্রহ নিয়ে বিভ্রান্তি : চলচ্চিত্র অভিনেত্রী আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরীর মনোনয়নপত্র সংগ্রহ নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে কবরী প্রতিনিধি পাঠিয়ে শনিবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে দাবি করেন। এ বিষয়ে জানতে চেয়ে তার মোবাইল ফোনে কল করা হলে শহীদুল ইসলাম নামে তার ব্যক্তিগত কর্মকর্তা ফোন রিসিভ করেন। তিনি যুগান্তরকে বলেন, আমি বিকাল সাড়ে ৪টায় মনোনয়নপত্র নিয়ে এসেছি। পরে আবার যোগাযোগ করা হলে সারাহ বেগম কবরী যুগান্তরকে বলেন, একটু ভুল হয়েছিল। আজ মনোনয়নপত্র নেব।



সাবমিট
ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচন

মনোনয়নপত্র নিলেন আনিস মিলন পিন্টু ও নাছির

আজ নেবেন সাঈদ খোকন ও কবরী
 যুগান্তর রিপোর্ট 
২৪ মার্চ ২০১৫, ১২:০০ এএম  | 
ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বেশ কয়েকজন আলোচিত সম্ভাব্য প্রার্থী। এদের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যবসায়ী নেতা আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহম্মেদ মিলন ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কারাবন্দি বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু রয়েছেন। এছাড়া চট্টগ্রাম সিটির নির্বাচনে সোমবার মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির।

বিএনপি নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশের পরই কারাবন্দি পিন্টুর পক্ষে তার আইনজীবী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদিকে ইসির নিষেধাজ্ঞা অমান্য করে আগাম প্রচারণা চালানোর অভিযোগে সোমবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্ভাব্য ৭ কাউন্সিলর প্রার্থীকে শোকজ নোটিশ দেয়া হয়েছে। আরও কয়েকজন প্রার্থীকে শোকজ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সোমবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে ৩ জন ও দক্ষিণ সিটি কর্পোরেশনে ৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে সোমবার পর্যন্ত ঢাকা উত্তরে সর্বমোট ১৩ জন ও দক্ষিণে ৯ জন সম্ভাব্য মেয়র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেন। সোমবার দুই রিটার্নিং অফিসারের কার্যালয়ে সম্ভাব্য প্রার্থী ও তাদের সমর্থকদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

রিটার্নিং কর্মকর্তা মেয়র ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা কাউন্সিলর পদের মনোনয়নপত্র দিয়েছেন। দুই রিটার্নিং অফিসারের কার্যালয়ে মানুষের আসা-যাওয়া বেড়ে যাওয়ায় সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে চলচ্চিত্র অভিনেত্রী আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন। সোমবার পর্যন্ত তিনি বা তার পক্ষে অন্য কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি বলে নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম। সোমবার রাতে কবরী যুগান্তরকে বলেন, আজ মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করবেন তিনি।

এ দিকে ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাঈদ খোকন আজ মনোনয়নপত্র সংগ্রহ করবেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার মেয়র পদে তিনজন, সাধারণ কাউন্সিলর পদে ১০২ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মেয়র পদে আনিসুল হক ছাড়াও মনোনয়নপত্র নিয়েছেন বিএনএফের আতিকুর রহমান নাজিম ও কামরুল ইসলাম। এ পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাধারণ ৩৬ ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র নিয়েছেন ২৬৯ জন এবং সংরক্ষিত ১২টি ওয়ার্ডে ৬২ জন।

অপরদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার পর্যন্ত মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৩৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ সিটি কর্পোরেশনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কাজী মো. সাইদুর রহমান মানিক ও সৈয়দ শাহ আলম। এ পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাধারণ ৫৭ ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র নিয়েছেন ৫২৫ জন এবং সংরক্ষিত ১৯টি ওয়ার্ডে ১০২ জন।

তফসিল অনুযায়ী আগামী ২৯ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন নির্ধারিত রয়েছে। এসব মনোনয়নপত্র ১ ও ২ এপ্রিল বাছাই শেষে প্রত্যাহারের শেষ সময় রয়েছে ৯ এপ্রিল। আগামী ২৮ এপ্রিল ঢাকা ও চট্টগ্রামের তিন সিটিতে ভোট গ্রহণ করা হবে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদকে সঙ্গে নিয়ে সোমবার বিকালে উত্তরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান সংগঠনের সাবেক সভাপতি আনিসুল হক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলমের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করার পর তিনি সাংবাদিকদের জানান, তিনি আধুনিক ঢাকা গড়ার জন্য কাজ করতে চান। ভোটারদের ‘বিশ্বাস রাখার’ আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, আমরা একটি সুন্দর ঢাকা চাই।

এদিকে মহানগর নাট্যমঞ্চে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কারাবন্দি বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার আইনজীবী রফিকুল ইসলাম খান। তিনি বলেন, উনি যেহেতু কারাগারে আছেন, তাই আমি তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করতে এসেছি। সাবেক এ সংসদ সদস্যকে গতবছর পিলখানা হত্যা মামলার রায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। তিনি ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদের কাছ থেকে মনোনয়নপত্র নেন জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী হাজী সাইফুদ্দিন আহম্মেদ মিলন। মনোনয়নপত্র নেয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, নগরবাসীর উন্নয়নই আমার লক্ষ্য। নগরবাসীর সেবা করার সুযোগ চাই। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি এ নির্বাচনে ইসি নিরপেক্ষ ভূমিকা পালন করবে। তারা আচরণবিধি প্রতিপালনের প্রতি কঠোর হবে। আমি নিজেও আচরণবিধি মেনে চলব।

কবরীর মনোনয়নপত্র সংগ্রহ নিয়ে বিভ্রান্তি : চলচ্চিত্র অভিনেত্রী আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরীর মনোনয়নপত্র সংগ্রহ নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে কবরী প্রতিনিধি পাঠিয়ে শনিবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে দাবি করেন। এ বিষয়ে জানতে চেয়ে তার মোবাইল ফোনে কল করা হলে শহীদুল ইসলাম নামে তার ব্যক্তিগত কর্মকর্তা ফোন রিসিভ করেন। তিনি যুগান্তরকে বলেন, আমি বিকাল সাড়ে ৪টায় মনোনয়নপত্র নিয়ে এসেছি। পরে আবার যোগাযোগ করা হলে সারাহ বেগম কবরী যুগান্তরকে বলেন, একটু ভুল হয়েছিল। আজ মনোনয়নপত্র নেব।



 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র