ভেঙে তুমি বসে আছ মহাকালের কলস
দুপুর গড়িয়ে যায় রাত্রি আসে তবুও কাটে অলস
বলেছে সে আসবে, কখন- বলে যায়নি তো
অপেক্ষায় বসে আছি জেদের ঘড়ির কাঁটায় আজও
কলসে ভরা মন্ত্রের ভারে থমকে ছিল সব
আর্যরা অনার্য বলে থামিয়েছে কলরব
বাহুতে সঞ্চিত শক্তিমত্তা জমা শেষে
ঘাপটি মেরে বসেছিল আমজনতায় মিশে
অবশেষে এলো সে নিয়ম মেনে ছিঁড়ে অনিয়মের টিকিও
কর্মচঞ্চলে তুমি দাঁড়ালে, অপেক্ষা শেষে পেছনে দাঁড়িয়ে আমিও
দুপুর গড়িয়ে যায় রাত্রি আসে তবুও কাটে অলস
বলেছে সে আসবে, কখন- বলে যায়নি তো
অপেক্ষায় বসে আছি জেদের ঘড়ির কাঁটায় আজও
কলসে ভরা মন্ত্রের ভারে থমকে ছিল সব
আর্যরা অনার্য বলে থামিয়েছে কলরব
বাহুতে সঞ্চিত শক্তিমত্তা জমা শেষে
ঘাপটি মেরে বসেছিল আমজনতায় মিশে
অবশেষে এলো সে নিয়ম মেনে ছিঁড়ে অনিয়মের টিকিও
কর্মচঞ্চলে তুমি দাঁড়ালে, অপেক্ষা শেষে পেছনে দাঁড়িয়ে আমিও
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সভ্যতা
আরিফ মঈনুদ্দীন
২৫ ডিসেম্বর ২০১৫, ১২:০০ এএম |
ভেঙে তুমি বসে আছ মহাকালের কলস
দুপুর গড়িয়ে যায় রাত্রি আসে তবুও কাটে অলস
বলেছে সে আসবে, কখন- বলে যায়নি তো
অপেক্ষায় বসে আছি জেদের ঘড়ির কাঁটায় আজও
কলসে ভরা মন্ত্রের ভারে থমকে ছিল সব
আর্যরা অনার্য বলে থামিয়েছে কলরব
বাহুতে সঞ্চিত শক্তিমত্তা জমা শেষে
ঘাপটি মেরে বসেছিল আমজনতায় মিশে
অবশেষে এলো সে নিয়ম মেনে ছিঁড়ে অনিয়মের টিকিও
কর্মচঞ্চলে তুমি দাঁড়ালে, অপেক্ষা শেষে পেছনে দাঁড়িয়ে আমিও
দুপুর গড়িয়ে যায় রাত্রি আসে তবুও কাটে অলস
বলেছে সে আসবে, কখন- বলে যায়নি তো
অপেক্ষায় বসে আছি জেদের ঘড়ির কাঁটায় আজও
কলসে ভরা মন্ত্রের ভারে থমকে ছিল সব
আর্যরা অনার্য বলে থামিয়েছে কলরব
বাহুতে সঞ্চিত শক্তিমত্তা জমা শেষে
ঘাপটি মেরে বসেছিল আমজনতায় মিশে
অবশেষে এলো সে নিয়ম মেনে ছিঁড়ে অনিয়মের টিকিও
কর্মচঞ্চলে তুমি দাঁড়ালে, অপেক্ষা শেষে পেছনে দাঁড়িয়ে আমিও