jugantor
একটু বসে যা

  মাহবুবা চৌধুরী  

২৫ ডিসেম্বর ২০১৫, ০০:০০:০০  | 

শীতের সকাল ঝলমলে রোদ

দীঘির জলে হাঁস

ও খোকা তুই আমার ঘরে

একটু বসে যাস।উড়কি ধানের মুড়কি দেব

বিন্নি ধানের খই

মাদুর পেতে বসতে দেব

পর তো আমি নই।নতুন গুড়ের পায়েস দেব

সঙ্গে মুড়ি ঝাল

কুল পেয়ারা রাখবো পেড়ে

আসবি যদি কাল।খুব জানি তুই মুড়ির মোয়া

আয়েশ করে খাস

ডাংগুলি আর লাটাই দেবে

একটু যদি চাস।আসবি কখন প্রহর গুনি

দাওয়ায় বসে রোজ

তুই ছাড়া যে বড্ড একা

কেউ রাখে না খোঁজ।সাবমিট

একটু বসে যা

 মাহবুবা চৌধুরী 
২৫ ডিসেম্বর ২০১৫, ১২:০০ এএম  | 
শীতের সকাল ঝলমলে রোদ

দীঘির জলে হাঁস

ও খোকা তুই আমার ঘরে

একটু বসে যাস।উড়কি ধানের মুড়কি দেব

বিন্নি ধানের খই

মাদুর পেতে বসতে দেব

পর তো আমি নই।নতুন গুড়ের পায়েস দেব

সঙ্গে মুড়ি ঝাল

কুল পেয়ারা রাখবো পেড়ে

আসবি যদি কাল।খুব জানি তুই মুড়ির মোয়া

আয়েশ করে খাস

ডাংগুলি আর লাটাই দেবে

একটু যদি চাস।আসবি কখন প্রহর গুনি

দাওয়ায় বসে রোজ

তুই ছাড়া যে বড্ড একা

কেউ রাখে না খোঁজ। 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র