jugantor
কাছে ও দূরের গাঁথা

  আনম শামসুল ইসলাম  

২৫ ডিসেম্বর ২০১৫, ০০:০০:০০  | 

এখনো কত কাছে আছি, তবু মনে করো, দূরের মানুষ;

এখনো কত গান, কত সুর তুলি মনোবীণায়,

তবু বলো, সবই তোমার কাছে অশ্রুত;

বস্তুতঃ সব মানুষকেই কিছু কিছু দুঃখের ভার

বয়ে বেড়াতে হয় আজীবন।

সুখ তো খরস্রোতা নদীর মতোন। প্রমত্ত ঢেউ তুলে

পালিয়ে যায় বড় দ্রুত। সাগর যে ডাকে নিরন্ত্রর;

এই আমি, ওই তুমি, বুঝে অথবা না বুঝে, কাছে আসি,

দূরে যাই, অনুযোগ করি দৈবের কাছে।

সাবমিট

কাছে ও দূরের গাঁথা

 আনম শামসুল ইসলাম 
২৫ ডিসেম্বর ২০১৫, ১২:০০ এএম  | 
এখনো কত কাছে আছি, তবু মনে করো, দূরের মানুষ;

এখনো কত গান, কত সুর তুলি মনোবীণায়,

তবু বলো, সবই তোমার কাছে অশ্রুত;

বস্তুতঃ সব মানুষকেই কিছু কিছু দুঃখের ভার

বয়ে বেড়াতে হয় আজীবন।

সুখ তো খরস্রোতা নদীর মতোন। প্রমত্ত ঢেউ তুলে

পালিয়ে যায় বড় দ্রুত। সাগর যে ডাকে নিরন্ত্রর;

এই আমি, ওই তুমি, বুঝে অথবা না বুঝে, কাছে আসি,

দূরে যাই, অনুযোগ করি দৈবের কাছে।

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র