এখনো কত কাছে আছি, তবু মনে করো, দূরের মানুষ;
এখনো কত গান, কত সুর তুলি মনোবীণায়,
তবু বলো, সবই তোমার কাছে অশ্রুত;
বস্তুতঃ সব মানুষকেই কিছু কিছু দুঃখের ভার
বয়ে বেড়াতে হয় আজীবন।
সুখ তো খরস্রোতা নদীর মতোন। প্রমত্ত ঢেউ তুলে
পালিয়ে যায় বড় দ্রুত। সাগর যে ডাকে নিরন্ত্রর;
এই আমি, ওই তুমি, বুঝে অথবা না বুঝে, কাছে আসি,
দূরে যাই, অনুযোগ করি দৈবের কাছে।
এখনো কত গান, কত সুর তুলি মনোবীণায়,
তবু বলো, সবই তোমার কাছে অশ্রুত;
বস্তুতঃ সব মানুষকেই কিছু কিছু দুঃখের ভার
বয়ে বেড়াতে হয় আজীবন।
সুখ তো খরস্রোতা নদীর মতোন। প্রমত্ত ঢেউ তুলে
পালিয়ে যায় বড় দ্রুত। সাগর যে ডাকে নিরন্ত্রর;
এই আমি, ওই তুমি, বুঝে অথবা না বুঝে, কাছে আসি,
দূরে যাই, অনুযোগ করি দৈবের কাছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কাছে ও দূরের গাঁথা
আনম শামসুল ইসলাম
২৫ ডিসেম্বর ২০১৫, ১২:০০ এএম |
এখনো কত কাছে আছি, তবু মনে করো, দূরের মানুষ;
এখনো কত গান, কত সুর তুলি মনোবীণায়,
তবু বলো, সবই তোমার কাছে অশ্রুত;
বস্তুতঃ সব মানুষকেই কিছু কিছু দুঃখের ভার
বয়ে বেড়াতে হয় আজীবন।
সুখ তো খরস্রোতা নদীর মতোন। প্রমত্ত ঢেউ তুলে
পালিয়ে যায় বড় দ্রুত। সাগর যে ডাকে নিরন্ত্রর;
এই আমি, ওই তুমি, বুঝে অথবা না বুঝে, কাছে আসি,
দূরে যাই, অনুযোগ করি দৈবের কাছে।
এখনো কত গান, কত সুর তুলি মনোবীণায়,
তবু বলো, সবই তোমার কাছে অশ্রুত;
বস্তুতঃ সব মানুষকেই কিছু কিছু দুঃখের ভার
বয়ে বেড়াতে হয় আজীবন।
সুখ তো খরস্রোতা নদীর মতোন। প্রমত্ত ঢেউ তুলে
পালিয়ে যায় বড় দ্রুত। সাগর যে ডাকে নিরন্ত্রর;
এই আমি, ওই তুমি, বুঝে অথবা না বুঝে, কাছে আসি,
দূরে যাই, অনুযোগ করি দৈবের কাছে।