চলে গেলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক বেলাল আহমেদ। সোমবার সকাল ১০টায় নিজ বাসভবনে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে স্কয়ার হাসপাতালে নেয়ার পথে সকাল ১০টা ১৫ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি লন্ডন প্রবাসী একমাত্র ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কয়েক বছর আগে তার স্ত্রী মারা যান। বেলাল আহমেদের মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে আসে। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, প্রযোজক-পরিবেশক সমিতি ও শিল্পী সমিতিসহ চলচ্চিত্রের বিশিষ্ট ব্যক্তিরা তার মুত্যুতে শোক প্রকাশ করেছেন। গতকাল বাদ আছর বেলাল আহমেদের হাতিরপুলের বাসার কাছে জামে মসজিদে প্রথম নামাজে জানাজা এবং বিএফডিসিতে দ্বিতীয় জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে বাবার কবরের পাশে দাফন করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চলে গেলেন কৃতী চলচ্চিত্র পরিচালক বেলাল আহমেদ
যুগান্তর রিপোর্ট
১৯ আগস্ট ২০১৪, ১২:০০ এএম |
চলে গেলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক বেলাল আহমেদ। সোমবার সকাল ১০টায় নিজ বাসভবনে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে স্কয়ার হাসপাতালে নেয়ার পথে সকাল ১০টা ১৫ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি লন্ডন প্রবাসী একমাত্র ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কয়েক বছর আগে তার স্ত্রী মারা যান। বেলাল আহমেদের মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে আসে। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, প্রযোজক-পরিবেশক সমিতি ও শিল্পী সমিতিসহ চলচ্চিত্রের বিশিষ্ট ব্যক্তিরা তার মুত্যুতে শোক প্রকাশ করেছেন। গতকাল বাদ আছর বেলাল আহমেদের হাতিরপুলের বাসার কাছে জামে মসজিদে প্রথম নামাজে জানাজা এবং বিএফডিসিতে দ্বিতীয় জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে বাবার কবরের পাশে দাফন করা হয়।