jugantor
মিরসরাইয়ে আ’লীগ যুবলীগ সংঘর্ষ আহত ১০

  মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি  

১৭ ফেব্রুয়ারি ২০১৫, ০০:০০:০০  | 

জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় নির্মাণাধীন বিএস আরএম ইন্ডাস্ট্রিজের মালামাল সরবরাহের দ্বন্দ্ব নিয়ে দু’পক্ষের মধ্যে সোমবার দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ১০ যুবলীগ কর্মী আহত হয়েছে। পুলিশ ২ জনকে আটক করেছে। সোমবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা নাগাদ বিএসআরএম গেটে ওই হামলার ঘটনা ঘটে।

যুবলীগ নেতা নাজিম উদ্দিন জানান, জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় নির্মিতব্য বিএসআরএম কারখানায় ইট-বালি সরবরাহের কাজ পায় তার ঠিকাদারি প্রতিষ্ঠান নাজিম এন্টারপ্রাইজ। ওয়ার্ক অর্ডার অনুযায়ী সোমবার সকালে নাজিম এন্টারপ্রাইজের শ্রমিকরা কারখানায় ইট দিতে গেলে আগের ঠিকাদার জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিনের সহযোগী শাহীনের নেতৃত্বে ৩০-৪০ জনের একদল হামলাকারী দা ছুরি লাঠি নিয়ে দু’পক্ষে শ্রমিকদের ওপর হামলা চালায়। এ সময় নাজিম গ্র“পের সহকর্মী ও যুবলীগ কর্মীরা ঘটনাস্থলে ছুটে গেলে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে জোরারগঞ্জ থানার অর্ধশত পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



সাবমিট

মিরসরাইয়ে আ’লীগ যুবলীগ সংঘর্ষ আহত ১০

 মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 
১৭ ফেব্রুয়ারি ২০১৫, ১২:০০ এএম  | 
জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় নির্মাণাধীন বিএস আরএম ইন্ডাস্ট্রিজের মালামাল সরবরাহের দ্বন্দ্ব নিয়ে দু’পক্ষের মধ্যে সোমবার দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ১০ যুবলীগ কর্মী আহত হয়েছে। পুলিশ ২ জনকে আটক করেছে। সোমবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা নাগাদ বিএসআরএম গেটে ওই হামলার ঘটনা ঘটে।

যুবলীগ নেতা নাজিম উদ্দিন জানান, জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় নির্মিতব্য বিএসআরএম কারখানায় ইট-বালি সরবরাহের কাজ পায় তার ঠিকাদারি প্রতিষ্ঠান নাজিম এন্টারপ্রাইজ। ওয়ার্ক অর্ডার অনুযায়ী সোমবার সকালে নাজিম এন্টারপ্রাইজের শ্রমিকরা কারখানায় ইট দিতে গেলে আগের ঠিকাদার জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিনের সহযোগী শাহীনের নেতৃত্বে ৩০-৪০ জনের একদল হামলাকারী দা ছুরি লাঠি নিয়ে দু’পক্ষে শ্রমিকদের ওপর হামলা চালায়। এ সময় নাজিম গ্র“পের সহকর্মী ও যুবলীগ কর্মীরা ঘটনাস্থলে ছুটে গেলে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে জোরারগঞ্জ থানার অর্ধশত পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র