নাটোর ভূমি অফিসে আগুন : নথি কম্পিউটার পুড়ে ছাই
নাটোর প্রতিনিধি | প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০১৫
নাটোর শহরের রানী ভবানী রাজবাড়ি চত্বরে অবস্থিত সদর উপজেলা ভূমি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অফিসের প্রয়োজনীয় নথি, কম্পিউটার ও ফটোস্ট্যাট মেসিনসহ আসবাব পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোরে নাটোর রাজবাড়ির নিরাপত্তায় নিয়োজিতরা ল্যাম্পপোস্টের লাইট নেভাতে গেলে ভূমি অফিসের একটি কক্ষে ধোঁয়া বের হতে দেখে তারা সহকারী ভূমি কর্মকর্তা আলমগীর কবিরকে বিষয়টি জানায়। তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ফায়ার সার্ভিসে খবর দেন। ৭টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনে অফিসের ব্যবহৃত দুটি কম্পিউটার, একটি ফটোস্ট্যাট মেশিন ও আসবাবসহ জরুরি দলিল, নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়।