jugantor
শাহজালালে ১২ কেজি স্বর্ণ উদ্ধার

  যুগান্তর রিপোর্ট  

০৪ এপ্রিল ২০১৫, ০০:০০:০০  | 

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার রাতে ১২ কেজি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এয়ার কার্গো ইউনিটের বৈদ্যুতিক ফ্যান রাখার একটি কাঠের বাক্স থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৬ কোটি টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মঈনুল খান জানান, ক্যাথে প্যাসিফিক কার্গো ফ্লাইট সিএক্স-০৪৯ করে স্বর্ণের বারগুলো হংকং থেকে ঢাকায় আসে। কাঠের বাক্সে বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে রাখা স্বর্ণের বারগুলো হংকংয়ের শিপার গ্লোবালে ইন্টারন্যাশনাল থেকে ঢাকার জারা ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানে এসেছে। তবে জারা ইন্টারন্যাশনাল নামে কোনো প্রতিষ্ঠানের সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে এরকম ভুয়া ঠিকানা দিয়ে বেশ কয়েকমাস ধরে স্বর্ণ পাচার করে আসছে একটি চক্র। শাহজালালে গত ২২ মাসে ২৭ মণ স্বর্ণ জব্দ করা হয়েছে বলেও জানান ড. মঈনুল খান। ড. মঈনুল সাংবাদিকদের জানান, ক্যাথে প্যাসিপিক একটি এয়ার কার্গো সন্ধ্যায় শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায়। মালামাল খালাস করে এয়ারপ্রেড ইউনিটে রাখা হয়। পরে শুল্ক গোয়েন্দা সংস্থার সদস্যরা জানতে পারেন এ কার্গোতে করে একটি স্বর্ণের চালান আসছে। গোপন সংবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ১০ ঘণ্টা অভিযান চালিয়ে ১৪০ কেজি ওজনের একটি কাঠের বাক্স শনাক্ত করা হয়। এ বক্সের ভেতরে স্বর্ণেল বার পাওয়া যায়। তিনি বলেন, গুলশানে জারা ইন্টারন্যাশনাল নামে একটি প্রতষ্ঠানের ঠিকানায় এ মালামাল পাঠিয়েছে হংকংয়ের গ্লোবাল ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান।

তবে খোঁজ নিয়ে জানা যায়, গুলশানে জারা ইন্টারন্যাশনাল নামে কোনো প্রতিষ্ঠানই নেই। তবে ধারণা করা হচ্ছে, এ ধরনের ভুয়া ঠিকানা দিয়ে বেশ কয়েক মাস ধরে স্বর্ণ পাচার করে আসছে একটি চক্র।



সাবমিট

শাহজালালে ১২ কেজি স্বর্ণ উদ্ধার

 যুগান্তর রিপোর্ট 
০৪ এপ্রিল ২০১৫, ১২:০০ এএম  | 
হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার রাতে ১২ কেজি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এয়ার কার্গো ইউনিটের বৈদ্যুতিক ফ্যান রাখার একটি কাঠের বাক্স থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৬ কোটি টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মঈনুল খান জানান, ক্যাথে প্যাসিফিক কার্গো ফ্লাইট সিএক্স-০৪৯ করে স্বর্ণের বারগুলো হংকং থেকে ঢাকায় আসে। কাঠের বাক্সে বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে রাখা স্বর্ণের বারগুলো হংকংয়ের শিপার গ্লোবালে ইন্টারন্যাশনাল থেকে ঢাকার জারা ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানে এসেছে। তবে জারা ইন্টারন্যাশনাল নামে কোনো প্রতিষ্ঠানের সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে এরকম ভুয়া ঠিকানা দিয়ে বেশ কয়েকমাস ধরে স্বর্ণ পাচার করে আসছে একটি চক্র। শাহজালালে গত ২২ মাসে ২৭ মণ স্বর্ণ জব্দ করা হয়েছে বলেও জানান ড. মঈনুল খান। ড. মঈনুল সাংবাদিকদের জানান, ক্যাথে প্যাসিপিক একটি এয়ার কার্গো সন্ধ্যায় শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায়। মালামাল খালাস করে এয়ারপ্রেড ইউনিটে রাখা হয়। পরে শুল্ক গোয়েন্দা সংস্থার সদস্যরা জানতে পারেন এ কার্গোতে করে একটি স্বর্ণের চালান আসছে। গোপন সংবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ১০ ঘণ্টা অভিযান চালিয়ে ১৪০ কেজি ওজনের একটি কাঠের বাক্স শনাক্ত করা হয়। এ বক্সের ভেতরে স্বর্ণেল বার পাওয়া যায়। তিনি বলেন, গুলশানে জারা ইন্টারন্যাশনাল নামে একটি প্রতষ্ঠানের ঠিকানায় এ মালামাল পাঠিয়েছে হংকংয়ের গ্লোবাল ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান।

তবে খোঁজ নিয়ে জানা যায়, গুলশানে জারা ইন্টারন্যাশনাল নামে কোনো প্রতিষ্ঠানই নেই। তবে ধারণা করা হচ্ছে, এ ধরনের ভুয়া ঠিকানা দিয়ে বেশ কয়েক মাস ধরে স্বর্ণ পাচার করে আসছে একটি চক্র।



 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র