jugantor
বাবা-মা দেখছেন কিরণমালা : ছেলের গলায় ফাঁস

  মানিকগঞ্জ প্রতিনিধি  

১০ ডিসেম্বর ২০১৫, ০০:০০:০০  | 

ফাঁসি ফাঁসি খেলতে গিয়ে ফাঁস লেগে মারা গেছে ইমন নামে সাত বছর বয়সী এক শিশু। মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চান্দহর ইউনিয়নের দরিরাবাজ গ্রামে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।

ইমনের বাবা শের আলী জানান, আমি ও আমার স্ত্রী পাশের বাজারে টিভির পর্দায় ভারতীয় সিরিয়াল কিরণমালা দেখতে যাই। এ সময় বাড়িতে ছিল বড় ছেলে ইমন ও ছোট ছেলে সুমন। একপর্যায়ে সুমন কাঁদতে কাঁদতে এসে জানায়, ইমন দড়িতে ঝুলে আছে, কোনো কথা বলছে না। দ্রুত বাড়ি এসে দেখি ইমন ঘরের মধ্যে দড়িতে ঝুলে মারা গেছে। ফাঁসি ফাঁসি খেলতে গিয়ে দড়িতে আটকা পড়ে সে।

সিঙ্গাইর বাঘুলিয়া তদন্ত কেন্দ্রের এসআই আওলাদ হোসেনও একই কথা জানান। বলেন, দড়ি নিয়ে ফাঁস ফাঁস খেলতে গিয়ে এ অঘটন ঘটেছে। লাশ বুধবার দুপুরে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।সাবমিট

বাবা-মা দেখছেন কিরণমালা : ছেলের গলায় ফাঁস

 মানিকগঞ্জ প্রতিনিধি 
১০ ডিসেম্বর ২০১৫, ১২:০০ এএম  | 
ফাঁসি ফাঁসি খেলতে গিয়ে ফাঁস লেগে মারা গেছে ইমন নামে সাত বছর বয়সী এক শিশু। মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চান্দহর ইউনিয়নের দরিরাবাজ গ্রামে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।

ইমনের বাবা শের আলী জানান, আমি ও আমার স্ত্রী পাশের বাজারে টিভির পর্দায় ভারতীয় সিরিয়াল কিরণমালা দেখতে যাই। এ সময় বাড়িতে ছিল বড় ছেলে ইমন ও ছোট ছেলে সুমন। একপর্যায়ে সুমন কাঁদতে কাঁদতে এসে জানায়, ইমন দড়িতে ঝুলে আছে, কোনো কথা বলছে না। দ্রুত বাড়ি এসে দেখি ইমন ঘরের মধ্যে দড়িতে ঝুলে মারা গেছে। ফাঁসি ফাঁসি খেলতে গিয়ে দড়িতে আটকা পড়ে সে।

সিঙ্গাইর বাঘুলিয়া তদন্ত কেন্দ্রের এসআই আওলাদ হোসেনও একই কথা জানান। বলেন, দড়ি নিয়ে ফাঁস ফাঁস খেলতে গিয়ে এ অঘটন ঘটেছে। লাশ বুধবার দুপুরে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র