jugantor
চট্টগ্রামে মেহেদী হত্যা মামলা
আসামি শফিকের নাম প্রত্যাহার দাবিতে যুবলীগের বিলবোর্ড!

  চট্টগ্রাম ব্যুরো  

১০ ডিসেম্বর ২০১৫, ০০:০০:০০  | 

চট্টগ্রাম নগর যুবলীগ নেতা মেহেদী হাসান বাদল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এসএম শফিকুল ইসলাম শফির বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে বিলবোর্ড টানিয়েছে যুবলীগ। বিলবোর্ডে এসএম শফির পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনের ছবিও যুক্ত করা হয়েছে। নগরীর ষোলশহর দুই নম্বর গেট, মুরাদপুর ও জামালখান এলাকায় বড় বড় বিলবোর্ড তোলা হয়েছে। বিলবোর্ডে লেখা হয়েছে, ‘বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আ জ ম নাছির ভাইয়ের একনিষ্ঠ কর্মী ও বিশিষ্ট সমাজসেবক, সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এসএম শফিকুল ইসলাম শফি ভাইয়ের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করুন, প্রচারে সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ।’

যুবলীগ নেতা হত্যা মামলার আসামির মামলা প্রত্যাহারে যুবলীগের নামে বিলবোর্ড টানানো ঠিক হয়নি বলে উল্লেখ করেছেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মহিউদ্দিন বাচ্চু। বুধবার সন্ধ্যায় তিনি যুগান্তরকে বলেন, মেহেদী যুবলীগ নেতা হলেও তিনি কোনো পদবিতে ছিলেন না। তবে তার এ খুনের ঘটনাটি তারা কোনোভাবেই মেনে নিতে পারেন না। এ হত্যাকাণ্ডে যারাই জড়িত থাকুক তাদের সবারই বিচার চান। সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের নামে বিলবোর্ড টানানো প্রসঙ্গে তিনি বলেছেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ যুবলীগের কোনো বিষয়ে কথা বলার কোনো সুযোগ নেই তাদের।সাবমিট
চট্টগ্রামে মেহেদী হত্যা মামলা

আসামি শফিকের নাম প্রত্যাহার দাবিতে যুবলীগের বিলবোর্ড!

 চট্টগ্রাম ব্যুরো 
১০ ডিসেম্বর ২০১৫, ১২:০০ এএম  | 
চট্টগ্রাম নগর যুবলীগ নেতা মেহেদী হাসান বাদল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এসএম শফিকুল ইসলাম শফির বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে বিলবোর্ড টানিয়েছে যুবলীগ। বিলবোর্ডে এসএম শফির পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনের ছবিও যুক্ত করা হয়েছে। নগরীর ষোলশহর দুই নম্বর গেট, মুরাদপুর ও জামালখান এলাকায় বড় বড় বিলবোর্ড তোলা হয়েছে। বিলবোর্ডে লেখা হয়েছে, ‘বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আ জ ম নাছির ভাইয়ের একনিষ্ঠ কর্মী ও বিশিষ্ট সমাজসেবক, সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এসএম শফিকুল ইসলাম শফি ভাইয়ের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করুন, প্রচারে সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ।’

যুবলীগ নেতা হত্যা মামলার আসামির মামলা প্রত্যাহারে যুবলীগের নামে বিলবোর্ড টানানো ঠিক হয়নি বলে উল্লেখ করেছেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মহিউদ্দিন বাচ্চু। বুধবার সন্ধ্যায় তিনি যুগান্তরকে বলেন, মেহেদী যুবলীগ নেতা হলেও তিনি কোনো পদবিতে ছিলেন না। তবে তার এ খুনের ঘটনাটি তারা কোনোভাবেই মেনে নিতে পারেন না। এ হত্যাকাণ্ডে যারাই জড়িত থাকুক তাদের সবারই বিচার চান। সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের নামে বিলবোর্ড টানানো প্রসঙ্গে তিনি বলেছেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ যুবলীগের কোনো বিষয়ে কথা বলার কোনো সুযোগ নেই তাদের। 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র