jugantor
নাজিমগড় রিসোর্ট

   

২৩ জুলাই ২০১৩, ০০:০০:০০  | 

নাজিমগড় রিসোর্ট সম্প্রতি দ্বিতীয় বারের মতো অর্জন করেছে ট্রিপঅ্যাডভাইজার-এর সার্টিফিকেট অব এক্সেলেন্স। ২০১২ সালেও একই সম্মানে ভূষিত হয়েছিলো এই প্রতিষ্ঠানটি। নাজিমগড় রিসোর্ট, সিলেটের খাদিমনগরে অবস্থিত গার্ডেন রিসোর্ট এবং লালাখালে অবস্থিত ওয়াইল্ডারনেস ও নেচার পার্ক-এর সমন্বয়ে গঠিত। সিলেটের খাদিমনগরে পাহাড়ি এলাকায় নিজস্ব ছয় একর জমির ওপর নির্মিত গার্ডেন রিসোর্ট যেন সবুজ বৃক্ষশোভিত প্রশান্তির এক পরিমণ্ডল। নাজিমগড় রিসোর্টের পরিচালক নাজিম ফারহান চৌধুরী বলেন- দ্বিতীয়বারের মতো ট্রিপঅ্যাডভাইজারের এই সম্মানজনক পুরস্কার পেয়ে আমরা আনন্দে অভিভূত।


 

সাবমিট

নাজিমগড় রিসোর্ট

  
২৩ জুলাই ২০১৩, ১২:০০ এএম  | 

নাজিমগড় রিসোর্ট সম্প্রতি দ্বিতীয় বারের মতো অর্জন করেছে ট্রিপঅ্যাডভাইজার-এর সার্টিফিকেট অব এক্সেলেন্স। ২০১২ সালেও একই সম্মানে ভূষিত হয়েছিলো এই প্রতিষ্ঠানটি। নাজিমগড় রিসোর্ট, সিলেটের খাদিমনগরে অবস্থিত গার্ডেন রিসোর্ট এবং লালাখালে অবস্থিত ওয়াইল্ডারনেস ও নেচার পার্ক-এর সমন্বয়ে গঠিত। সিলেটের খাদিমনগরে পাহাড়ি এলাকায় নিজস্ব ছয় একর জমির ওপর নির্মিত গার্ডেন রিসোর্ট যেন সবুজ বৃক্ষশোভিত প্রশান্তির এক পরিমণ্ডল। নাজিমগড় রিসোর্টের পরিচালক নাজিম ফারহান চৌধুরী বলেন- দ্বিতীয়বারের মতো ট্রিপঅ্যাডভাইজারের এই সম্মানজনক পুরস্কার পেয়ে আমরা আনন্দে অভিভূত।


 

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র