jugantor
বেঙ্গল গ্যালারিতে ‘সহজাত সত্য’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী শুরু

  সাংস্কৃতিক রিপোর্টার  

১১ মে ২০১৪, ০০:০০:০০  | 

বেঙ্গল গ্যালারিতে শনিবার থেকে শুরু হল আলোকচিত্রী গাজী নাফিস আহমেদের ‘সহজাত সত্য’ শীর্ষক একক আলোকচিত্র প্রদর্শনী। ২০১৪ সালের ‘ইন্টারন্যাশনাল ডে অ্যাগেইনস্ট হোমোফোবিয়া অ্যান্ড ট্রান্সফোবিয়া’ উদযাপন উপলক্ষে বন্ধু সোশাল ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় এবং বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে এ প্রদর্শনী শুরু হয়েছে।

শনিবার সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে আট দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেদারল্যান্ডস রাষ্ট্রদূত গেরবেন শোর্দ দ্য ইয়ং। বিশেষ অতিথি ছিলেন ইউএনএইডসের কান্ট্রি কো-অর্ডিনেটর লিও কেনি এবং সেভেন ফটো এজেন্সির প্রতিষ্ঠাতা ও ন্যাশনাল জিওগ্রাফিকের আলোকচিত্রী জন স্ট্যানমেয়ার। প্রদর্শনীতে মোট আলোকচিত্রের সংখ্যা ১৩৬টি। প্রদর্শনী ১৭ মে পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। আলোকচিত্রী গাজী নাফিস আহমেদের জন্ম ১৯৮২ সালে ঢাকায়। তিনি লন্ডন গিল্ডহল ইউনিভার্সিটিতে আর্ট ও ডিজাইন বিষয়ে এবং পাঠশালা : সাউথ এশিয়ান মিডিয়া ইন্সটিটিউট ও ড্যানিশ স্কুল অব মিডিয়া অ্যান্ড জার্নালিজম থেকে আলোকচিত্র বিষয়ে পড়াশোনা করেন। দেশে-বিদেশে বহু উল্লেখযোগ্য প্রদর্শনীতে নাফিসের আলোকচিত্র প্রদর্শিত হয়েছে।

রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার রবীন্দ্র উৎসব শেষ : ‘... দিবে আর নিবে/মিলাবে মিলিবে/যাবে না ফিরে’- কবিগুরু রবীন্দ্রনাথের পঙ্তিমালা ধারণ করে মঙ্গলবার সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার পাঁচদিনের পঞ্চবিংশ জাতীয় রবীন্দ্র উৎসব শুরু হয়েছিল। শনিবার সেই উৎসবের সমাপনী হয়েছে। শেষ দিনেও কবিগুরু রবীন্দ্রনাথের লেখা বিভিন্ন পর্যায়ের গান পরিবেশন করা হয়।

চিকিৎসাসেবায় অবদানের জন্য দ্য রিয়েল অ্যাওয়ার্ডস লাভ : বেঙ্গল ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য অধ্যাপক ডাক্তার সাফকাত হোসেন খন্দকার চিকিৎসাসেবায় অনন্য অবদানের জন্য সম্মানজনক আন্তর্জাতিক পুরস্কার দ্য রিয়েল অ্যাওয়ার্ডসে (ঞঐঊ জঊঅখ অডঅজউঝ) ভূষিত হয়েছেন। সেভ দ্য চিলড্রেন এবং স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক জোট ফ্রন্টলাইনের তরফে প্রবর্তিত এ পুরস্কারটিকে স্বাস্থ্য খাতের ‘অস্কার’ হিসেবে অভিহিত করা হয়। বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীরা মানুষের জীবন পরিবর্তনকারী যে সেবা দেন তার প্রতি সম্মান দেখানোই এ পুরস্কারের উদ্দেশ্য।



সাবমিট

বেঙ্গল গ্যালারিতে ‘সহজাত সত্য’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী শুরু

 সাংস্কৃতিক রিপোর্টার 
১১ মে ২০১৪, ১২:০০ এএম  | 
বেঙ্গল গ্যালারিতে শনিবার থেকে শুরু হল আলোকচিত্রী গাজী নাফিস আহমেদের ‘সহজাত সত্য’ শীর্ষক একক আলোকচিত্র প্রদর্শনী। ২০১৪ সালের ‘ইন্টারন্যাশনাল ডে অ্যাগেইনস্ট হোমোফোবিয়া অ্যান্ড ট্রান্সফোবিয়া’ উদযাপন উপলক্ষে বন্ধু সোশাল ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় এবং বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে এ প্রদর্শনী শুরু হয়েছে।

শনিবার সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে আট দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেদারল্যান্ডস রাষ্ট্রদূত গেরবেন শোর্দ দ্য ইয়ং। বিশেষ অতিথি ছিলেন ইউএনএইডসের কান্ট্রি কো-অর্ডিনেটর লিও কেনি এবং সেভেন ফটো এজেন্সির প্রতিষ্ঠাতা ও ন্যাশনাল জিওগ্রাফিকের আলোকচিত্রী জন স্ট্যানমেয়ার। প্রদর্শনীতে মোট আলোকচিত্রের সংখ্যা ১৩৬টি। প্রদর্শনী ১৭ মে পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। আলোকচিত্রী গাজী নাফিস আহমেদের জন্ম ১৯৮২ সালে ঢাকায়। তিনি লন্ডন গিল্ডহল ইউনিভার্সিটিতে আর্ট ও ডিজাইন বিষয়ে এবং পাঠশালা : সাউথ এশিয়ান মিডিয়া ইন্সটিটিউট ও ড্যানিশ স্কুল অব মিডিয়া অ্যান্ড জার্নালিজম থেকে আলোকচিত্র বিষয়ে পড়াশোনা করেন। দেশে-বিদেশে বহু উল্লেখযোগ্য প্রদর্শনীতে নাফিসের আলোকচিত্র প্রদর্শিত হয়েছে।

রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার রবীন্দ্র উৎসব শেষ : ‘... দিবে আর নিবে/মিলাবে মিলিবে/যাবে না ফিরে’- কবিগুরু রবীন্দ্রনাথের পঙ্তিমালা ধারণ করে মঙ্গলবার সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার পাঁচদিনের পঞ্চবিংশ জাতীয় রবীন্দ্র উৎসব শুরু হয়েছিল। শনিবার সেই উৎসবের সমাপনী হয়েছে। শেষ দিনেও কবিগুরু রবীন্দ্রনাথের লেখা বিভিন্ন পর্যায়ের গান পরিবেশন করা হয়।

চিকিৎসাসেবায় অবদানের জন্য দ্য রিয়েল অ্যাওয়ার্ডস লাভ : বেঙ্গল ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য অধ্যাপক ডাক্তার সাফকাত হোসেন খন্দকার চিকিৎসাসেবায় অনন্য অবদানের জন্য সম্মানজনক আন্তর্জাতিক পুরস্কার দ্য রিয়েল অ্যাওয়ার্ডসে (ঞঐঊ জঊঅখ অডঅজউঝ) ভূষিত হয়েছেন। সেভ দ্য চিলড্রেন এবং স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক জোট ফ্রন্টলাইনের তরফে প্রবর্তিত এ পুরস্কারটিকে স্বাস্থ্য খাতের ‘অস্কার’ হিসেবে অভিহিত করা হয়। বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীরা মানুষের জীবন পরিবর্তনকারী যে সেবা দেন তার প্রতি সম্মান দেখানোই এ পুরস্কারের উদ্দেশ্য।



 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র