jugantor
নাট্যাচার্য সেলিম আল দীন পদক পেলেন নাসির উদ্দীন

  সাংস্কৃতিক রিপোর্টার  

২১ আগস্ট ২০১৪, ০০:০০:০০  | 

স্বপ্নদল প্রবর্তিত ‘নাট্যাচার্য সেলিম আল দীন পদক-২০১৪’ পেয়েছেন নাট্যনির্দেশক নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু। সেলিম আল দীনের ৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব-২০১৪’র শেষদিনে বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আয়োজিত অনুষ্ঠানে এই পদক প্রদান করা হয়। ‘স্বর্ণাভ চেতনায় আঁধার বিলীন, ঐতিহ্য-আধুনিকতায় চির-অমলিন, নাট্যাচার্য সেলিম আল দীন’- এই স্লোগানকে ধারণ করে এই উৎসব শুরু হয়েছিল।

প্রথমবারের মতো এ পদকের জন্য মনোনীত নাসির উদ্দীন ইউসুফের হাতে পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউটের কেন্দ্রীয় সভাপতি রামেন্দু মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্র“প থিয়েটার ফেডারেশনের সভাপতি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। পদক প্রদানের পরেই ছিল স্বপ্নদল প্রযোজনা জাহিদ রিপন নির্দেশিত নাট্যাচার্য সেলিম আল দীনের অনন্য ক্ল্যাসিক ‘হরগজ’-এর মঞ্চায়ন।

শারমিন সাথীর একক সংগীতানুষ্ঠান : ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কটে বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে কণ্ঠশিল্পী শারমিন সাথী ইসলামের একক সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানে তিনি নজরুল সংগীত ও পুরানো দিনের বাংলা গান পরিবেশন করেন। অনুষ্ঠানে শিল্পীর সঙ্গে ছিলেন রূপতনু (কী-বোর্ড), অসিত বিশ্বাস (এসরাজ) এবং এনামুল হক ওমর (তবলা)।সাবমিট

নাট্যাচার্য সেলিম আল দীন পদক পেলেন নাসির উদ্দীন

 সাংস্কৃতিক রিপোর্টার 
২১ আগস্ট ২০১৪, ১২:০০ এএম  | 
স্বপ্নদল প্রবর্তিত ‘নাট্যাচার্য সেলিম আল দীন পদক-২০১৪’ পেয়েছেন নাট্যনির্দেশক নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু। সেলিম আল দীনের ৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব-২০১৪’র শেষদিনে বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আয়োজিত অনুষ্ঠানে এই পদক প্রদান করা হয়। ‘স্বর্ণাভ চেতনায় আঁধার বিলীন, ঐতিহ্য-আধুনিকতায় চির-অমলিন, নাট্যাচার্য সেলিম আল দীন’- এই স্লোগানকে ধারণ করে এই উৎসব শুরু হয়েছিল।

প্রথমবারের মতো এ পদকের জন্য মনোনীত নাসির উদ্দীন ইউসুফের হাতে পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউটের কেন্দ্রীয় সভাপতি রামেন্দু মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্র“প থিয়েটার ফেডারেশনের সভাপতি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। পদক প্রদানের পরেই ছিল স্বপ্নদল প্রযোজনা জাহিদ রিপন নির্দেশিত নাট্যাচার্য সেলিম আল দীনের অনন্য ক্ল্যাসিক ‘হরগজ’-এর মঞ্চায়ন।

শারমিন সাথীর একক সংগীতানুষ্ঠান : ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কটে বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে কণ্ঠশিল্পী শারমিন সাথী ইসলামের একক সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানে তিনি নজরুল সংগীত ও পুরানো দিনের বাংলা গান পরিবেশন করেন। অনুষ্ঠানে শিল্পীর সঙ্গে ছিলেন রূপতনু (কী-বোর্ড), অসিত বিশ্বাস (এসরাজ) এবং এনামুল হক ওমর (তবলা)। 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র