jugantor
রাজনৈতিক অস্থিরতায় অর্থনীতিতে রক্তক্ষরণ চলছে : গভর্নর

  যুগান্তর রিপোর্ট  

০২ ফেব্রুয়ারি ২০১৫, ০০:০০:০০  | 

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, চলমান রাজনৈতিক অস্থিতিশীলতায় দেশের অর্থনীতির রক্তক্ষরণ শুরু হয়েছে। ২০১৩ সালের রাজনৈতিক অস্থিতিশীলতার বিপর্যয় কাটিয়ে আমরা যখন সফলতা পেতে শুরু করেছি, সে মুহূর্তে দেশকে আবার অস্থিতিশীল করে তোলা হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে মুদ্রানীতিতে ঘোষিত প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না। রোববার সকালে মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী এবং প্রথম ব্যাচের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ট্রেনিং একাডেমির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সে ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সূর চৌধুরী, বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের নির্বাহী পরিচালক তৌফিক আহমদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে গভর্নর বলেন, রাজনৈতিক অস্থিরতায় অর্থনীতিতে যেভাবে রক্তক্ষরণ হচ্ছে তাতে আমাদের লক্ষ্যমাত্রাগুলোর অর্জন বাধাগ্রস্ত হবে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দরিদ্র মানুষ। কেননা অর্থনৈতিক অগ্রগতির মাধ্যমে তাদের জন্য কর্মসংস্থান হচ্ছে, বাড়ছে আয়, কমছে দরিদ্রতা। রাজনৈতিক অস্থিতিশীলতা ঠেকানো গেলে এমনিতেই জিডিপির প্রবৃদ্ধির হার বাড়বে। তিনি কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের পেশাধারিত্ব ও সততার ওপর জোর দিয়ে বলেন, ব্যাংকিং খাতের সুশাসন নিশ্চিত করতে হলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের আরও যতœশীল হতে হবে।



সাবমিট

রাজনৈতিক অস্থিরতায় অর্থনীতিতে রক্তক্ষরণ চলছে : গভর্নর

 যুগান্তর রিপোর্ট 
০২ ফেব্রুয়ারি ২০১৫, ১২:০০ এএম  | 
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, চলমান রাজনৈতিক অস্থিতিশীলতায় দেশের অর্থনীতির রক্তক্ষরণ শুরু হয়েছে। ২০১৩ সালের রাজনৈতিক অস্থিতিশীলতার বিপর্যয় কাটিয়ে আমরা যখন সফলতা পেতে শুরু করেছি, সে মুহূর্তে দেশকে আবার অস্থিতিশীল করে তোলা হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে মুদ্রানীতিতে ঘোষিত প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না। রোববার সকালে মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী এবং প্রথম ব্যাচের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ট্রেনিং একাডেমির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সে ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সূর চৌধুরী, বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের নির্বাহী পরিচালক তৌফিক আহমদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে গভর্নর বলেন, রাজনৈতিক অস্থিরতায় অর্থনীতিতে যেভাবে রক্তক্ষরণ হচ্ছে তাতে আমাদের লক্ষ্যমাত্রাগুলোর অর্জন বাধাগ্রস্ত হবে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দরিদ্র মানুষ। কেননা অর্থনৈতিক অগ্রগতির মাধ্যমে তাদের জন্য কর্মসংস্থান হচ্ছে, বাড়ছে আয়, কমছে দরিদ্রতা। রাজনৈতিক অস্থিতিশীলতা ঠেকানো গেলে এমনিতেই জিডিপির প্রবৃদ্ধির হার বাড়বে। তিনি কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের পেশাধারিত্ব ও সততার ওপর জোর দিয়ে বলেন, ব্যাংকিং খাতের সুশাসন নিশ্চিত করতে হলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের আরও যতœশীল হতে হবে।



 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র