jugantor
পরীক্ষা কেন্দ্র থেকে বোমা উদ্ধার
না’গঞ্জে উৎকণ্ঠায় ২৫ হাজার শিক্ষার্থী

  রাজু আহমেদ, নারায়ণগঞ্জ থেকে  

০৭ ফেব্রুয়ারি ২০১৫, ০০:০০:০০  | 

নারায়ণগঞ্জে একের পর এক পরীক্ষা কেন্দ্রে বোমা উদ্ধারের ঘটনায় চরম উৎকণ্ঠা আর উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন ২৫ হাজার পরীক্ষার্থী আর তাদের অভিভাবকরা। এরই মধ্যে জেলা আদালত চত্বরের পাশে শক্তিশালী ককটেল বিস্ফোরণের ঘটনা এই আশংকা আর উদ্বেগকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। তবে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি জোরদার করা হয়েছে বলে দাবি করেছেন আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তারা। শুক্রবার শহরের নারায়ণগঞ্জ বার একাডেমি উচ্চ বিদ্যালয়, গণবিদ্যা নিকেতন, মর্গ্যান গার্লস হাইস্কুল, আমলাপাড়ার নারায়ণগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (গভর্নমেন্ট গালর্স) সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা কেন্দ্রের পাশেই ছাত্রলীগের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। জানা গেছে, গত ৩ দিন আগে শহরের ঐতিহ্যবাহী গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ের টয়লেট থেকে দুটি তাজা ককলেট উদ্ধার করেছে স্কুল কর্তৃপক্ষ। এরপর নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের (গভর্নমেন্ট গালর্স) সামনে থেকে ককটেল উদ্ধার, দেওভোগ হাজী উজির আলী স্কুলের সামনে থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার, নিউক্লিয়াস স্কুলের পেছনে আইনজীবীদের চেম্বারসংলগ্ন টয়লেটে ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন স্কুলে ককটেল উদ্ধার ও বিস্ফোরণের গুজবে জেলার শিক্ষার্থী ও তাদের পরিবারের মধ্যে দেখা দেয় আতংক ও উৎকণ্ঠা। শহরের গণবিদ্যা নিকেতন কেন্দ্রের পরীক্ষার্থী সুমন রহমান জানায়, শুনেছি এই কেন্দ্রে ককটেল পাওয়া গেছে। তাই পরীক্ষার টেনশনের পাশাপাশি বোমা আতংকে পরীক্ষা দিতে এসেছি। মর্গ্যান বালিকা বিদ্যালয় কেন্দ্রে একাধিক অভিভাবকরা জানান, ভালোমতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারলেও ঠিকভাবে বাসায় ফিরতে পারব কিনা তা নিয়ে সংশয়ে আছি। সরেজমিন দেখা গেছে, প্রতিটি পরীক্ষা কেন্দ্রের সামনেই তৎপর ছিল আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। বিভিন্ন স্থানে টহল দিয়েছে বিজিবির একাধিক প্লাটুন। একাধিক গাড়িতে র‌্যাব সদস্যদের টহল দিতে দেখা গেছে।



সাবমিট

পরীক্ষা কেন্দ্র থেকে বোমা উদ্ধার

না’গঞ্জে উৎকণ্ঠায় ২৫ হাজার শিক্ষার্থী
 রাজু আহমেদ, নারায়ণগঞ্জ থেকে 
০৭ ফেব্রুয়ারি ২০১৫, ১২:০০ এএম  | 
নারায়ণগঞ্জে একের পর এক পরীক্ষা কেন্দ্রে বোমা উদ্ধারের ঘটনায় চরম উৎকণ্ঠা আর উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন ২৫ হাজার পরীক্ষার্থী আর তাদের অভিভাবকরা। এরই মধ্যে জেলা আদালত চত্বরের পাশে শক্তিশালী ককটেল বিস্ফোরণের ঘটনা এই আশংকা আর উদ্বেগকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। তবে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি জোরদার করা হয়েছে বলে দাবি করেছেন আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তারা। শুক্রবার শহরের নারায়ণগঞ্জ বার একাডেমি উচ্চ বিদ্যালয়, গণবিদ্যা নিকেতন, মর্গ্যান গার্লস হাইস্কুল, আমলাপাড়ার নারায়ণগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (গভর্নমেন্ট গালর্স) সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা কেন্দ্রের পাশেই ছাত্রলীগের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। জানা গেছে, গত ৩ দিন আগে শহরের ঐতিহ্যবাহী গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ের টয়লেট থেকে দুটি তাজা ককলেট উদ্ধার করেছে স্কুল কর্তৃপক্ষ। এরপর নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের (গভর্নমেন্ট গালর্স) সামনে থেকে ককটেল উদ্ধার, দেওভোগ হাজী উজির আলী স্কুলের সামনে থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার, নিউক্লিয়াস স্কুলের পেছনে আইনজীবীদের চেম্বারসংলগ্ন টয়লেটে ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন স্কুলে ককটেল উদ্ধার ও বিস্ফোরণের গুজবে জেলার শিক্ষার্থী ও তাদের পরিবারের মধ্যে দেখা দেয় আতংক ও উৎকণ্ঠা। শহরের গণবিদ্যা নিকেতন কেন্দ্রের পরীক্ষার্থী সুমন রহমান জানায়, শুনেছি এই কেন্দ্রে ককটেল পাওয়া গেছে। তাই পরীক্ষার টেনশনের পাশাপাশি বোমা আতংকে পরীক্ষা দিতে এসেছি। মর্গ্যান বালিকা বিদ্যালয় কেন্দ্রে একাধিক অভিভাবকরা জানান, ভালোমতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারলেও ঠিকভাবে বাসায় ফিরতে পারব কিনা তা নিয়ে সংশয়ে আছি। সরেজমিন দেখা গেছে, প্রতিটি পরীক্ষা কেন্দ্রের সামনেই তৎপর ছিল আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। বিভিন্ন স্থানে টহল দিয়েছে বিজিবির একাধিক প্লাটুন। একাধিক গাড়িতে র‌্যাব সদস্যদের টহল দিতে দেখা গেছে।



 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র