jugantor
আফগানিস্তান চ্যাম্পিয়ন হবে!

   

১২ ফেব্রুয়ারি ২০১৫, ০০:০০:০০  | 

বিশ্বকাপের সম্ভাব্য ফেভারিটদের তালিকায় নেই। থাকারও কথা না। কিন্তু, স্বয়ং বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ নিউজিল্যান্ড থেকেই যদি দাবি উঠে বিশ্বকাপের শিরোপা জিতবে আফগানিস্তান, তাহলে তো চোখ কপালেই উঠবে। এমন দাবি অবশ্য কোনো মানুষ করেনি। এটি একটি রোবটের ভবিষ্যদ্বাণী। যুদ্ধবিধ্বস্ত আফগানদের ক্রিকেটীয় দক্ষতা সাধারণ মানেরই বলা যেতে পারে। বিশ্বকাপের গ্র“পপর্বে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড ও শ্রীলংকা। গ্র“পপর্ব পার হলেই বর্তে যাবে তারা। কিন্তু, রোবটের হিসাবে তারাই হবে বিশ্বচ্যাম্পিয়ন। যদি তাই হয়, তাহলে অঘটন নয় মহাঘটন হবে। নিউজিল্যান্ডের ক্যান্টারবারি বিশ্ববিদ্যালয়ের ‘ইকরাম’ নামক একটি রোবট ভবিষ্যদ্বাণী করেছে। বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ছাত্র এদুয়ার্দো সান্দোভাল রোবটটির ভবিষ্যদ্বাণী সফটওয়্যার আবিষ্কার করেন। বিশ্বকাপের ১৪টি দেশের পতাকা দেখে রোবটটি আফগানিস্তানের পতাকাটি বাছাই করে। রোবটটির ভবিষ্যদ্বাণী যে হাসির খোরাক জুগিয়েছে তা এর আবিষ্কারক নিজেই বলেছেন। তিনি বলেন, ‘এটি খুবই অদ্ভুত হয়েছে। কিন্তু, ক্রিকেট অনিশ্চয়তার খেলা। যেকোনো কিছুই ঘটতে পারে। তবে রোবটটির সিদ্ধান্ত এক অর্থে অসম্ভবই বলা যায়।’ ওয়েবসাইট।



সাবমিট

আফগানিস্তান চ্যাম্পিয়ন হবে!

  
১২ ফেব্রুয়ারি ২০১৫, ১২:০০ এএম  | 
বিশ্বকাপের সম্ভাব্য ফেভারিটদের তালিকায় নেই। থাকারও কথা না। কিন্তু, স্বয়ং বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ নিউজিল্যান্ড থেকেই যদি দাবি উঠে বিশ্বকাপের শিরোপা জিতবে আফগানিস্তান, তাহলে তো চোখ কপালেই উঠবে। এমন দাবি অবশ্য কোনো মানুষ করেনি। এটি একটি রোবটের ভবিষ্যদ্বাণী। যুদ্ধবিধ্বস্ত আফগানদের ক্রিকেটীয় দক্ষতা সাধারণ মানেরই বলা যেতে পারে। বিশ্বকাপের গ্র“পপর্বে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড ও শ্রীলংকা। গ্র“পপর্ব পার হলেই বর্তে যাবে তারা। কিন্তু, রোবটের হিসাবে তারাই হবে বিশ্বচ্যাম্পিয়ন। যদি তাই হয়, তাহলে অঘটন নয় মহাঘটন হবে। নিউজিল্যান্ডের ক্যান্টারবারি বিশ্ববিদ্যালয়ের ‘ইকরাম’ নামক একটি রোবট ভবিষ্যদ্বাণী করেছে। বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ছাত্র এদুয়ার্দো সান্দোভাল রোবটটির ভবিষ্যদ্বাণী সফটওয়্যার আবিষ্কার করেন। বিশ্বকাপের ১৪টি দেশের পতাকা দেখে রোবটটি আফগানিস্তানের পতাকাটি বাছাই করে। রোবটটির ভবিষ্যদ্বাণী যে হাসির খোরাক জুগিয়েছে তা এর আবিষ্কারক নিজেই বলেছেন। তিনি বলেন, ‘এটি খুবই অদ্ভুত হয়েছে। কিন্তু, ক্রিকেট অনিশ্চয়তার খেলা। যেকোনো কিছুই ঘটতে পারে। তবে রোবটটির সিদ্ধান্ত এক অর্থে অসম্ভবই বলা যায়।’ ওয়েবসাইট।



 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র